৭০০-র বেশি ক্রেডিট স্কোর থাকলে লোনে বিপুল ছাড় দিচ্ছে LIC, দেখে নিন কীভাবে চেক করবেন আপনার স্কোর
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কীভাবে চেক করবেন সিবিল স্কোর ?
#নয়াদিল্লি: আপনার সিবিল স্কোর (CIBIL Score) কী ৭০০-র উপরে রয়েছে ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর ৷ LIC Housing finance কম সুদে হোম লোন (Home loan) দিচ্ছে ৷ এলআইসি হাউসিং ফাইন্যান্স গ্রাহকদের জন্য সুদের হার কমিয়ে ৬.৯০ শতাংশ করে দিয়েছে ৷ Home loan এ এখনও পর্যন্ত এটাই সবচেয়ে কম সুদ ৷ যে গ্রাহকদের CIBIL স্কোর ৭০০ বা তার বেশি তারা এই রেটে লোন পেয়ে যাবেন ৷
সিবিল স্কোর নির্ভর করে গ্রাহকরা আগে কোনও লোন নিয়েছে কিনা ? যদি নিয়ে থাকে সেটা সময়ে শোধ করেছে কিনা ? এরকম একাধিক জিনিসের উপরে নির্ভর করে একজন গ্রাহকের সিবিল স্কোর ৷
advertisement
দেখে নিন লোনের লিমিট ?
লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC) হাউসিং ফাইন্যান্স অনুযায়ী, গ্রাহকদের সিবিল স্কোর ৭০০ বা তার বেশি হলে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোনে সুদের হার ৬.৯০ শতাংশ থেকে শুরু হচ্ছে ৷ ৭০০ বা তার বেশি সিবিল স্কোর থাকলে ৮০ লক্ষ টাকার বেশি লোনে ৭ শতাংশ সুদ দিতে হবে ৷
advertisement
কীভাবে চেক করবেন সিবিল স্কোর ?
- সিবিলের ওয়েবসাইটে https://www.cibil.com/ গিয়ে ওপরের কর্নারে ‘গেট ইয়োর সিবিল স্কোর’এ ক্লিক করতে হবে
- এখান থেকে সাবস্ক্রিপশন অপশন পেজ খুলে যাবে ৷ ফ্রি অপশনের জন্য স্ক্রল ডাউন করতে হবে
- এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে জরুরি ডিটেল ফিলআপ করে ‘Accept and Continue'-এ ক্লিক করতে হবে
- আপনার পরিচয় ভেরিফাই করতে হবে
- যে মোবাইল নম্বর দিয়েছেন তাতে একটি ওটিপি আসবে ৷ ওটিপি দেওয়ার পর Continue'-এ ক্লিক করতে হবে
- ড্যাশবোর্ডে গিয়ে আপনার এনরোলমেন্ট যাচাই করতে গিয়ে নতুন উইন্ডো খুলে যাবে
- এই বিষয়ে আপনাকে একটি মেলও পাঠানো হবে ৷ নিজের ক্রেডিট স্কোর চেক করার জন্য গো টু ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2021 4:13 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৭০০-র বেশি ক্রেডিট স্কোর থাকলে লোনে বিপুল ছাড় দিচ্ছে LIC, দেখে নিন কীভাবে চেক করবেন আপনার স্কোর