#নয়াদিল্লি: আপনার সিবিল স্কোর (CIBIL Score) কী ৭০০-র উপরে রয়েছে ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর ৷ LIC Housing finance কম সুদে হোম লোন (Home loan) দিচ্ছে ৷ এলআইসি হাউসিং ফাইন্যান্স গ্রাহকদের জন্য সুদের হার কমিয়ে ৬.৯০ শতাংশ করে দিয়েছে ৷ Home loan এ এখনও পর্যন্ত এটাই সবচেয়ে কম সুদ ৷ যে গ্রাহকদের CIBIL স্কোর ৭০০ বা তার বেশি তারা এই রেটে লোন পেয়ে যাবেন ৷
সিবিল স্কোর নির্ভর করে গ্রাহকরা আগে কোনও লোন নিয়েছে কিনা ? যদি নিয়ে থাকে সেটা সময়ে শোধ করেছে কিনা ? এরকম একাধিক জিনিসের উপরে নির্ভর করে একজন গ্রাহকের সিবিল স্কোর ৷
দেখে নিন লোনের লিমিট ?
লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC) হাউসিং ফাইন্যান্স অনুযায়ী, গ্রাহকদের সিবিল স্কোর ৭০০ বা তার বেশি হলে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোনে সুদের হার ৬.৯০ শতাংশ থেকে শুরু হচ্ছে ৷ ৭০০ বা তার বেশি সিবিল স্কোর থাকলে ৮০ লক্ষ টাকার বেশি লোনে ৭ শতাংশ সুদ দিতে হবে ৷
কীভাবে চেক করবেন সিবিল স্কোর ?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cibil score, LIC