আরও পড়ুন: ডিসেম্বর মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট
১. মিসড কলের মাধ্যমে চেক করে নিন ব্যালেন্স (PF Balance)-
রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011 22901406 নম্বরে মিসড কল দিলে ইপিএফও থেকে মেসেজের মাধ্যমে আপনার পিএফ অ্যাকাউন্টের ডিটেল পাঠানো হবে ৷ এর জন্য ইউএএন-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকতে হবে ৷
advertisement
২. SMS-এর মাধ্যমে চেক করে নিন ব্যালেন্স-
ইউএএন যদি ইপিএফও-র কাছে নথিভুক্ত থাকে তাহলে আপনার লেটেস্ট কন্ট্রিবিউশন ও পিএফ ব্যালেন্স (PF Balance)একটি মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ এর জন্য 7738299899 নম্বরে EPFOHO UAN ENG লিখে মেসেজ পাঠাতে হবে ৷ শেষের তিনটি অক্ষরে নির্ধারিত করবে আপনি কোন ভাষায় মেসেজ পাবেন ৷ ইংরেজি, পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মলায়ালম ও বাংলা ভাষায় এই পরিষেবা পাওয়া যায় ৷
আরও পড়ুন: দুধে অরুচি? জেনে নিন ক্যালসিয়ামে ভরপুর আরও কিছু খাবারের কথা
৩. EPFO -এর মাধ্যমে
>> এর জন্য EPFO-এ যেতে হবে
>> এখানে Employee Centric Services এ ক্লিক করতে হবে
>> এবার View Passbook-এ ক্লিক করতে হবে
>> পাসবুক দেখার জন্য আপনারে UAN থেকে লগইন করতে হবে
আরও পড়ুন: প্রতিদিন এই স্কিমে মাত্র ৪১৬ টাকা বাঁচিয়ে ভবিষ্যতের জন্য বানিয়ে ফেলুন ৬৫ লক্ষ টাকার ফান্ড
৪. উমাং অ্যাপের মাধ্যমে
১. উমাং অ্যাপ খুলে(Unified Mobile Application for New age Governance) ইপিএফও-তে ক্লিক করুন
২. অন্য পেজে গিয়ে employee centric services এ ক্লিক করতে হবে
৩. এরপর ক্লিক করতে হবে View Passbook
৪. নিজের ইউএএন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে
৫. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে
৬. ওটিপি দিতেই জানতে পারবেন আপনার পিএফ ব্যালেন্স