TRENDING:

Business Idea: মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে হতে পারে লাখ টাকা পর্যন্ত আয়!

Last Updated:

Black Pepper Farming: সুযোগের দরজা খুলে দিয়েছে গোল মরিচ চাষ। কারণ এই চাষ করে দারুণ লাভবান হচ্ছেন কৃষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেরিয়ার নিয়ে চিন্তায়? যদি চাষবাসের দিকে মন থাকে এবং সফল হওয়ার দৃঢ় ইচ্ছে থাকে তা হলে হাতের সামনেই রয়েছে একটি দুর্দান্ত ব্যবসায়িক পরিকল্পনা (Business idea)। চাষের মাধ্যমে মাস ফুরোলে ঘরে আসতে পারে লাখ লাখ টাকা।
Representative Image
Representative Image
advertisement

সম্প্রতি এমনই এক সুযোগের দরজা খুলে দিয়েছে গোল মরিচ চাষ (Black Pepper Farming)। কারণ এই চাষ করে দারুণ লাভবান হচ্ছেন কৃষকরা। আর এর সাম্প্রতিকতম উদাহরণ হলেন মেঘালয়ের বাসিন্দা চাষি নানাদ্রো বি মারক। ৫ একর জমিতে গোল মরিচ চাষ করেন তিনি। এই চাষের জন্য তাঁকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে সম্মানিতও করা হয় (Business Opportunity)।

advertisement

আরও পড়ুন-রিটার্ন যে কোনও ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি; এই অ্যাপে টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ১২ শতাংশ ইন্টারেস্ট!

মেঘালয়ে গোল মরিচ চাষ-

নানাদ্রো নিজের জমিতে সর্বপ্রথম কারি মুন্ডা নামে এক জাতীয় গোল মরিচের চাষ শুরু করেন। প্রাথমিকভাবে ১০ হাজার টাকা দিয়ে প্রায় ১০ হাজার গোল মরিচের গাছ লাগান এবং সর্বদা নিজের জমিতে জৈবিক সারই ব্যবহার করেছেন তিনি। যত সময় এগিয়েছে ততই জমিতে বেড়েছে গোল মরিচ গাছের সংখ্যা। আর দেশের বহুচর্চিত পশ্চিত গারো পার্বত্য অঞ্চলের বাসিন্দা কৃষক নানাদ্রোর ক্ষেতের এই গোল মরিচের চাহিদা রয়েছে বিশ্ব জুড়ে। আর নানাদ্রোর এলাকায় প্রবেশ করলেই সর্বদা গোল মরিচের গন্ধ মেলে। এই গন্ধ শুধু এদেশ নয়, ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে।

advertisement

আরও পড়ুন-৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা আয় সম্ভব ! এক নজরে দেখে নিন এমন ১০ ব্যবসা

নানাদ্রোর এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়, এর নেপথ্যে কারণও রয়েছে বিস্তর। পুরোটাই পাহাড় ও জঙ্গলে ঘেরা এই গারো পার্বত্য এলাকা। কিন্তু কখনওই বনাঞ্চলের কোনও ক্ষতি বা করেই নিজের চাষবাসের এলাকা ধীরে ধীরে বাড়িয়েছেন তিনি। একদিকে চাষ করলেও অন্যদিকে সর্বদা খেয়াল রেখেছেন পরিবেশের। তাঁর এই প্রচেষ্টায় পাশে দাঁড়িয়েছে কৃষি ও উদ্যান দফতর। এখানেই শেষ নয়, নিজে চাষবাসের পাশাপাশি জেলার ও এলাকায় অন্যান্য কৃষকদেরও সাহায্য করে চলেছেন সমান তালে।

advertisement

পদ্মশ্রীতে সম্মানিত-

২০১৯ সালে তাঁর গোল মরিচের ক্ষেতে ১৯ লাখ টাকার উৎপাদন হয়। আর এই আয় দিনের পর দিন বাড়তে থাকে। কৃষি ক্ষেত্রে নানাদ্রোর এই সুদূরপ্রসারী পরিকল্পনা ও অক্লান্ত পরিশ্রমকে দেখে ৭২তম সাধারণতন্ত্র দিবসের দিন তাঁকে পদ্মশ্রীতে পুরস্কারে সম্মানিত করা হয়। মূলত, জৈবিক চাষের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ ও দেশের অন্যান্য কৃষকদের অনুপ্রেরণা জোগানোর জন্যই এই সম্মান পান তিনি।

advertisement

আরও পড়ুন- সেলিব্রেশনের জন্য প্রস্তুত বর-কনে, বিশাল কেক হাত থেকে পড়ে গেল হোটেল কর্মীদের ! দেখুন ভাইরাল ভিডিও

কী ভাবে করতে হয় গোল মরিচ চাষ-

এসব দেখে যাঁরা হয় তো ভাবছেন গোল মরিচের চাষ করবেন, তাঁদের পথ দেখাচ্ছেন তিনি। ৮- ৮ ফুটের দূরত্বে গোল মরিচের গাছ লাগান নানাদ্রো। আসলে গাছের মধ্যে এই দূরত্ব রাখার কারণ হল, যাতে সহজে গাছটি বেড়ে উঠতে পারে ও ঠিকভাবে নিজের শাখা-প্রশাখা মেলে ধরতে পারে। শুরু থেকে শেষ পর্যন্তই এই চাষে অধিক যত্নশীল হতে হয়। গাছ থেকে গোল মরিচ তোলার পরও তা শুকোনোর জন্য এবং মরিচ বের করার জন্য অত্যন্ত সাবধানী হতে হয়। গোল মরিচের দানা বের করার জন্য এটিকে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখতে হয়, পরে আবার শুকোতে হয়। এতে দানাগুলির রঙও উজ্জ্বল হয়। চাষের সময় প্রতিটি গাছে ১০- ১২ কিলো পর্যন্ত গোবর সার ও ভার্মি কম্পোস্ট সার দিতে হবে। গাছ থেকে গোল মরিচ তোলার সময় সাধারণত থ্রেশিং মেশিনের ব্যবহার করা হয়। যাতে খুব সহজে ও দ্রুত গোল মরিচ তোলা যায়।

প্রথমের দিকে এই গোল মরিচে ৭০ শতাংশ ভেজাভাব থাকে, পরে যাকে শুকিয়ে ঠিক করা হয়, কারণ বেশি ভেজাভাব থাকলে দানা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল থাকে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে হতে পারে লাখ টাকা পর্যন্ত আয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল