Business Opportunity: ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা আয় সম্ভব ! এক নজরে দেখে নিন এমন ১০ ব্যবসা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Business Ideas: বেশ কিছু ব্যবসার মাধ্যমে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা আয় করার সম্ভাবনা রয়েছে।
#নয়াদিল্লি: স্বনির্ভরতার প্রসঙ্গ তো আছেই, এছাড়াও অঢেল উপার্জনের দিক থেকেও গুরুত্ব অপরিসীম। বেশ কিছু ব্যবসার মাধ্যমে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা আয় করার সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক তেমন ১০ লাভজনক ব্যবসার বিষয়ে (Business Opportunity)।
১. দুধের ব্যবসা
যদি নিজেদের বাড়িতেই গরু এবং মোষ থাকে তাহলে দুধের ব্যবসা শুরু করা যেতে পারে। একটি গরু ৩০ হাজার টাকায় এবং একটি মোষ ৫০ থেকে ৬০ হাজার টাকায় ক্রয় করা যেতে পারে। ২টি গরু অথবা ২টি মোষ দিয়েই দুধের ব্যবসা শুরু করা যেতে পারে। এই ব্যবসায় ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
২. ফুলের ব্যবসা
বর্তমানে ফুলের ব্যবসা একটি খুবই লাভজনক ব্যবসা। বিয়ের অনুষ্ঠান ছাড়াও ছোট-বড় বিভিন্ন অনুষ্ঠানে ফুলের প্রয়োজন হয়। এই জন্য সব সময়ই ফুলের চাহিদা রয়েছে। এছাড়াও অনলাইনেই ফুল বিক্রি করা যায়। সূর্যমুখী, গোলাপ এবং গেঁদা ফুলের চাষও খুব লাভজনক। এই ফুলের ব্যবসায় ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
৩. গাছ লাগানোর ব্যবসা
যাদের কাছে খালি জমি রয়েছে তারা শাল, সেগুনের মতো দামি গাছের চারা লাগিয়ে ভালো আয় করতে পারে। এই ধরনের গাছ লাগানোর পরে ৮ থেকে ১০ বছরের মধ্যেই মোটা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
৪. মধুর ব্যবসা
মধুর ব্যবসা শুরু করার জন্য ১ থেকে ১.৫০ লাখ টাকা বিনিয়োগ করতে হলেও এই ব্যবসায় ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ব্যবসা শুরু করার আগে ট্রেনিং নেওয়ার প্রয়োজন রয়েছে।
advertisement
৫. সবজির ব্যবসা
সবজির চাষ করেও ভালো আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, আবার সরকারের থেকে সাহায্যও পাওয়া যায়। সারা বছর চাহিদা থাকে বলে এই সবজির ব্যবসায় ভালো আয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
৬. পোলট্রির ব্যবসা
পোলট্রির ব্যবসায় ভালো লাভ হলেও, এই ব্যবসা শুরু করার জন্য কিছু টাকা বিনিয়োগ করতে হবে। এই ব্যবসা শুরু করার জন্য সরকারের থেকে মুদ্রা লোন পাওয়া যায়। এই লোনের মাধ্যমে পোলট্রির ব্যবসা শুরু করে ভালো আয় করার সম্ভাবনা রয়েছে।
advertisement
৭. বাঁশের ব্যবসা
বাঁশের চাষ করেও ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। বর্তমানে এর নানা ধরনের প্রোডাক্ট খুবই জনপ্রিয়। এছাড়াও অনলাইনে এর প্রডাক্ট বিক্রি করে ভালো আয় করার সম্ভাবনা রয়েছে।
৮. মাশরুমের ব্যবসা
নিজেদের ঘরেই মাশরুমের চাষ করা যায়। অল্প বিনিয়োগ এবং কম খাটনিতেই মাশরুমের ব্যবসার মাধ্যমে অন্তত ৫০ হাজার টাকা আয় করার সম্ভাবনা রয়েছে।
advertisement
৯. মৎস্য পালনের ব্যবসা
মৎস্য পালনের ব্যবসার মাধ্যমে ভালো আয় করার সম্ভাবনা রয়েছে। এই ব্যবসার মাধ্যমে প্রায় লক্ষ টাকা আয় করা যেতে পারে।
১০. অ্যালোভেরার ব্যবসা
অ্যালোভেরার ব্যবসা বর্তমানে একটি খুবই লাভজনক ব্যবসা। অ্যালোভেরা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এর ফলে এর প্রচুর চাহিদা রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2021 7:41 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Opportunity: ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা আয় সম্ভব ! এক নজরে দেখে নিন এমন ১০ ব্যবসা