Investment Plan: রিটার্ন যে কোনও ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি; এই অ্যাপে টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ১২ শতাংশ ইন্টারেস্ট!

Last Updated:

How To Open 12% Club Account By BharatPe: ১২ শতাংশ ক্লাব অ্যাপে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে প্রতি দিন যুক্ত হবে ১২ শতাংশ হারে পাওয়া সুদ।

Photo: News18 hindi
Photo: News18 hindi
#নয়াদিল্লি: বর্তমানে একটি বিজ্ঞাপন খুব নজর কেড়েছে, সেটি হল ১২ শতাংশ ক্লাবের (12 % Club) বিজ্ঞাপন। এই ১২ শতাংশ ক্লাব হল একটি অ্যাপ। ১২ শতাংশ ক্লাব ভারত পে (BharatPe) দ্বারা সঞ্চালিত একটি বিনিয়োগ এবং লোনের অ্যাপ। ভারত পে হল ভারতের সবথেকে বড় একটি ফিনটেক কোম্পানি (Investment Plan)।
ভারত পে দ্বারা সঞ্চালিত এই ১২ শতাংশ ক্লাবে টাকা বিনিয়োগ করলে বছরে ১২ শতাংশ হারে সুদ পাওয়া যেতে পারে। এছাড়াও ১২ শতাংশ ক্লাব অ্যাপের মাধ্যমে যে কোনও সময়ে ১২ শতাংশ সুদের হারে লোন নেওয়া যেতে পারে। এর জন্য ভারত পে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে অনুমতি গ্রহণ করেছে। ১২ শতাংশ ক্লাব অ্যাপে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে প্রতি দিন যুক্ত হবে ১২ শতাংশ হারে পাওয়া সুদ। এই টাকা যে কোনও সময়ে তোলা যাবে। ১২ শতাংশ ক্লাব অ্যাপে পাওয়া রিটার্ন অন্য যে কোনও ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেক বেশি।
advertisement
advertisement
১২ শতাংশ ক্লাব
প্রথমেই ১২ শতাংশ ক্লাবের সঙ্গে নিজেদের একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এর পর সম্পূর্ণ করতে হবে কেওয়াইসি (KYC) প্রক্রিয়া। এর পরে সেই অ্যাকাউন্টে ১০০০ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা অবধি রাখা যাবে। এই অ্যাকাউন্ট থেকে নিজেদের ইচ্ছামত প্রতি দিন, মাসিক অথবা বার্ষিক রূপে টাকা তোলা যাবে।
advertisement
স্টেপ ১ - সবার প্রথমেই ইনস্টল করতে হবে ১২ শতাংশ ক্লাব।
স্টেপ ২ - এর পর নিজেদের ফোন নম্বর এন্টার করে ওটিপি (OTP) ভেরিফিকেশন করতে হবে।
স্টেপ ৩ - মোবাইল নম্বর ভ্যালিডেট হওয়ার পর খুলবে এই অ্যাপের ড্যাশবোর্ড।
স্টেপ ৪ - এর পর নিজেরাই শুরু করা যাবে ১২ শতাংশ ক্লাবে বিনিয়োগ।
advertisement
বিনিয়োগের পদ্ধতি-
স্টেপ ১ - এর জন্য সবার প্রথমেই 'কন্ট্রিবিউট মানি' (Contribute Money) অপশনে যেতে হবে।
স্টেপ ২ - এর পর লিঙ্ক করাতে হবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
advertisement
স্টেপ ৩ - এর পর 'লিঙ্ক নাউ' (Link Now) অপশনে ক্লিক করে ড্রপ ডাউন করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিতে হবে।
স্টেপ ৪ - এর পর নিজেদের আধার নম্বর ওটিপি-র মাধ্যমে ভ্যালিডেট করাতে হবে।
স্টেপ ৫ - আধার কেওয়াইসি সম্পূর্ণ করার পর নিজেদের একটি সেলফি তুলে সাবমিট করতে হবে।
advertisement
স্টেপ ৬ - সকল নিয়ম এবং শর্ত পূরণ করার পর এই অ্যাকাউন্ট ওপেন হবে।
স্টেপ ৭ - এর পর সেই অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে ১২ শতাংশ সুদের সুবিধা নেওয়া যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment Plan: রিটার্ন যে কোনও ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি; এই অ্যাপে টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ১২ শতাংশ ইন্টারেস্ট!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement