এরপর দ্বিতীয় পর্যায়ের অধিবেশন ১০ মার্চ থেকে শুরু হবে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। ওই দিন সংসদের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে বলে জানা গিয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হবে ২০২৫ সালের বাজেট অধিবেশন। এরপর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এছাড়া প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধন্যবাদজ্ঞাপন করবেন এবং বাজেট নিয়ে আলোচনায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জবাব দেবেন। এরপর বাজেট প্রস্তাব পর্যালোচনার জন্য প্রথম পর্যায়ের অধিবেশনে বিরতি নেওয়া হবে।
advertisement
দ্বিতীয় পর্যায়ের বাজেট অধিবেশন চলবে ১০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। এই পর্বে অর্থমন্ত্রীর পেশ করা বাজেট প্রস্তাব নিয়ে বিতর্ক এবং আলোচনা হবে। অনুদান সংক্রান্ত দাবিদাওয়া তুলবেন সাংসদ এবং মন্ত্রীরা। চিরাচরিত প্রথা অনুযায়ী, সংসদের দুই কক্ষের যৌথ সভার পর রাষ্ট্রপতির ভাষণের উপর অর্থনৈতিক সমীক্ষাও পেশ করা হবে।
কেন্দ্রীয় বাজেট ২০২৫ | Union Budget 2025 Live Updates
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, “২০২৫-এর ৩১ জানুয়ারি সকাল ১১ টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভায় সংসদের সুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬-এর ইউনিয়ন বাজেট পেশ করা হবে।“ প্রথম পর্যায়ে ৯টি বৈঠক হবে। বাজেট অধিবেশনে সব মিলিয়ে মোট ২৭টি বৈঠক হবে।
প্রসঙ্গত এটা মোদি সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। লোকসভা নির্বাচনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটও। গত চারটি কেন্দ্রীয় বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেটের মতো এই বাজেটও সম্পূর্ণ পেপারলেস হতে চলেছে।
আরও পড়ুন: বাড়ি কিনতে চাইলে এই বছরই সেরা, বিশেষজ্ঞরা কেন এমন দাবি করছেন ? আগামী বছর থেকে কী সমস্যা আসতে চলেছে?
গত অক্টোবর মাস থেকেই বাজেটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন মন্ত্রকের সঙ্গে হয়েছে বৈঠকও। গত শুক্রবার ‘হালুয়া’ সেরিমনি দিয়ে বাজেটের নথিপত্র চূড়ান্ত করার কাজ শুরু করেছে অর্থ মন্ত্রক। এখন বাজেট অধিবেশন শুরু হওয়ার অপেক্ষা।
এর আগে শীতকালীন অধিবেশনে ব্যাপক হই-হট্টগোল হয়েছিল। প্রথমে আদানি ইস্যুতে আক্রমণ শানান বিরোধীরা। তারপর আম্বেদকর ইস্যুতে। তর্ক-বিতর্ক থেকে শুরু করে ধাক্কাধাক্কি, বাদ যায়নি কিছুই। তবে বাজেট অধিবেশনে হাঙ্গামার সম্ভাবনা নেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।