TRENDING:

Khadi Mela: মেলা শুরুর প্রথম সপ্তাহেই ধামাকা বীরভূমে! বিক্রিবাটা ১ কোটি টাকা, কামাল করছে গরদ, কেটিয়া, মসলিন...!

Last Updated:

Birbhum Khadi Mela: মেলা শুরুর সাত দিনের মধ্যেই বিক্রির অঙ্ক ছুঁয়েছে প্রায় ১ কোটি টাকার কাছাকাছি। রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের যৌথ উদ্যোগে বোলপুর শান্তিনিকেতনের ডাকবাংলো ময়দানে এই মেলা আয়োজন করা হয়েছে বলে জানা যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম,সৌভিক রায়: লাল মাটির জেলা বীরভূম। আর এই বীরভূমের মধ্যে অবস্থিত বোলপুর শান্তিনিকেতন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য বিশ্ব বিখ্যাত। আর কয়েকদিন আগেই বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলার সমাপ্তি হয়েছে, এর পরই শুরু হয়েছে খাদি মেলা। বীরভূম জেলা খাদি ও গ্রামীণ শিল্প মেলায় ক্রেতাদের বিপুল সাড়া মিলেছে চলতি বছর। এই মেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। পর্যটকদের জন্য প্রত্যেকদিন দুপুর ১ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত এই মেলা খোলা থাকছে। বোলপুর শান্তিনিকেতনের ডাকবাংলো ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, এই মেলা শুরুর প্রথম সাত দিনের মধ্যেই বিক্রির অঙ্ক ছুঁয়েছে প্রায় এক কোটি টাকার কাছাকাছি।
খাদি মেলা
খাদি মেলা
advertisement

এই মেলায় মোট ১১০ টি স্টলে প্রত্যেকদিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে। আর তাতেই কার্যত মুখে চওড়া হাসি শিল্পীদের। বোলপুর শান্তিনিকেতনের এই মেলায় তসর, কেটিয়া, রেশম, মসলিন, গরদের পোশাকের পাশাপাশি প্রদর্শিত হচ্ছে জলপাইগুড়ির আকর্ষণীয় কাঠের পুতুল, বর্ধমান-বীরভূমের কাঁথাস্টিচ, বিষ্ণুপুরের বালুচুরি, রেশম তসরের পাশাপাশি টেরাকোটার কাজ।

আরও পড়ুন: নিখোঁজ যুবকের নিথর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা! বাড়িতে আগুন, পুলিশকে ঘিরেও তুমুল বিক্ষোভ মাটিয়ায়

advertisement

শুধুই কী তাই! এই মেলায় এলে আপনি ভিন রাজ্যের অর্থাৎ জম্মু-কাশ্মীরের বিভিন্ন গ্রামীণ শিল্প সামগ্রী দেখতে পাবেন। এরই মাঝে এই মেলার গুরুত্ব আরও বেড়ে গেল রবিবার। বর্তমানে অন্যান্য জায়গায় দেখা যায় যে কোনও অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তবে এই মেলায় মরণোত্তর দেহ ও অঙ্গদানের সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মেলা প্রাঙ্গনেই মেলা ঘুরতে ঘুরতে অনেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যেখানে কেউ মৃত্যুর পর সম্পূর্ণ দেহ দান করেছেন, আবার কেউ চোখ, কিডনি, আবার লিভার দান করেছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ছোটেননি চাকরির পিছনে, বিএড পাশ করেও পেশা চাষবাস! এই প্রবীণ সাহিত্যিক জ্ঞানের ভাণ্ডার
আরও দেখুন

এই মেলায় আগত একপর্যটক তিনি জানান “মৃত্যুর পরে আমাদের শরীরের কোনও অংশই কোন কাজে লাগে না, তবে আমরা সেটা যদি দান করি তাহলে হয়তো কারও কিডনির সমস্যার সমাধান হবে, আবার কেউ চোখে দেখতে পারবেন। সমাজের সমস্ত শ্রেণীর মানুষের উচিত এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করার।” অন্যদিকে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের জেলা আধিকারিক গোপালকৃষ্ণ বসু বলেন, “২০২৫-২৬ অর্ধবর্ষে তাঁতের তৈরি জাতীয় পতাকা উৎপাদনে রাজ্যে শুধু পশ্চিমবঙ্গই নয়, পূর্ব ভারতের মধ্যেও প্রথম স্থান অধিকার করেছে। পাশাপাশি জেলায় ১৬৬ টি তাঁতঘর নির্মাণের ফলে ৬৬৪ জন শিল্পী উপকৃত হচ্ছেন।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Khadi Mela: মেলা শুরুর প্রথম সপ্তাহেই ধামাকা বীরভূমে! বিক্রিবাটা ১ কোটি টাকা, কামাল করছে গরদ, কেটিয়া, মসলিন...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল