TRENDING:

PM Kisan: যোজনার নিয়মে হতে চলেছে বড় বদল! জেনে নিন কী হতে চলেছে .....

Last Updated:

PM Kisan: এই যোজনায় কৃষকদের প্রতি চার মাস অন্তর ২০০০ টাকার কিস্তি দেওয়া হয় ৷ এর আগে দশম কিস্তির টাকা ১ জানুয়ারি এসেছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মানি নিধি যোজনার রেজিস্টার্ড কৃষকরা অপেক্ষা করছেন ১১ তম কিস্তির ৷ সরকার খুব শীঘ্রই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে ৷ এর জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার আরএফটি সাইন করে দিয়েছে ৷
advertisement

আরও পড়ুন: এক সপ্তাহে প্রায় ১৬০০ টাকা সস্তা হল সোনা, দেখে নিন লেটেস্ট রেট

তবে আগামী কিস্তির আগেই সরকার পিএম কিষান যোজনায় বড় কিছু বদল করেছে ৷ এর জন্য আপনাকে বেশ কিছু ডকুমেন্ট আপডেট করতে হবে ৷ না করলে আপনার নাম ভুয়ো কৃষকদের লিস্টে চলে আসবে ৷ এরম হলে আপনাকে এখন পর্যন্ত পাওয়া সমস্ত কিস্তির টাকা ফেরত দিতে হতে পারে ৷ এই যোজনায় কৃষকদের প্রতি চার মাস অন্তর ২০০০ টাকার কিস্তি দেওয়া হয় ৷ এর আগে দশম কিস্তির টাকা ১ জানুয়ারি এসেছিল ৷

advertisement

আরও পড়ুন: এক বছরে মালামাল হওয়া যাবে এই ব্যবসায়, শুরু করতে চাইলে ঋণও দেবে সরকার!

কী বদল করা হয়েছে ?

সুবিধাভোগীদের জন্য ই-কেওয়াইসি আপডেট করানো বাধ্যতামূলক ৷ সরকার একটি নয়া নির্দেশ জারি করে জানিয়েছে ভুয়ো কৃষকদের থেকে টাকা ফেরত নেওয়া হবে ৷ পিএম কিষানের পোর্টালে গিয়ে চেক করে নিন আপনি এই যোজনার আওতার মধ্যে পড়ছেন কিনা ৷ নিয়ম অনুযায়ী চাষের জমি স্বামী বা স্ত্রীর নামে হতে হবে ৷ দু’জনে এক সঙ্গে থাকলে কেবল একজন এই সুবিধা পাবেন ৷ ইতিমধ্যে বেশ কিছু কৃষকদের টাকা ফেরত দেওয়ার নোটিস জারি করা হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: বিছানাতেই দিন চমক! ঘরে আনুন দুর্দান্ত এই জিনিস! কয়েক মিনিটেই ঠান্ডা...

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

আপনি যদি এই যোজনার আওতার মধ্যে না পড়েন এবং ভুল পদ্ধতিতে টাকার সুবিধা নিয়ে থাকেন তাহলে পিএম কিষানের ওয়েবসাইটে গিয়ে টাকা ফেরত দিতে পারবেন ৷ এর জন্য ওয়েবসাইটে গিয়ে রিফান্ড অনলাইনে ক্লিক করতে হবে ৷ আপনার সামনে চলে আসবে দুটি বিকল্প ৷ টাকা ফেরত দেওয়ার হলে নিজের আধার নম্বর, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল দিয়ে ডেটা রিকোয়েস্ট করতে হবে ৷ যোজনার আওতার মধ্যে আপনি পড়লে ‘আপনি রিফান্ড দেওয়ার যোগ্য নন’ মেসেজ আসবে আর তা না হলে রিফান্ডের টাকার অ্যামাউন্ট দেখাবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: যোজনার নিয়মে হতে চলেছে বড় বদল! জেনে নিন কী হতে চলেছে .....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল