আরও পড়ুন: এক সপ্তাহে প্রায় ১৬০০ টাকা সস্তা হল সোনা, দেখে নিন লেটেস্ট রেট
তবে আগামী কিস্তির আগেই সরকার পিএম কিষান যোজনায় বড় কিছু বদল করেছে ৷ এর জন্য আপনাকে বেশ কিছু ডকুমেন্ট আপডেট করতে হবে ৷ না করলে আপনার নাম ভুয়ো কৃষকদের লিস্টে চলে আসবে ৷ এরম হলে আপনাকে এখন পর্যন্ত পাওয়া সমস্ত কিস্তির টাকা ফেরত দিতে হতে পারে ৷ এই যোজনায় কৃষকদের প্রতি চার মাস অন্তর ২০০০ টাকার কিস্তি দেওয়া হয় ৷ এর আগে দশম কিস্তির টাকা ১ জানুয়ারি এসেছিল ৷
advertisement
আরও পড়ুন: এক বছরে মালামাল হওয়া যাবে এই ব্যবসায়, শুরু করতে চাইলে ঋণও দেবে সরকার!
কী বদল করা হয়েছে ?
সুবিধাভোগীদের জন্য ই-কেওয়াইসি আপডেট করানো বাধ্যতামূলক ৷ সরকার একটি নয়া নির্দেশ জারি করে জানিয়েছে ভুয়ো কৃষকদের থেকে টাকা ফেরত নেওয়া হবে ৷ পিএম কিষানের পোর্টালে গিয়ে চেক করে নিন আপনি এই যোজনার আওতার মধ্যে পড়ছেন কিনা ৷ নিয়ম অনুযায়ী চাষের জমি স্বামী বা স্ত্রীর নামে হতে হবে ৷ দু’জনে এক সঙ্গে থাকলে কেবল একজন এই সুবিধা পাবেন ৷ ইতিমধ্যে বেশ কিছু কৃষকদের টাকা ফেরত দেওয়ার নোটিস জারি করা হয়েছে ৷
আরও পড়ুন: বিছানাতেই দিন চমক! ঘরে আনুন দুর্দান্ত এই জিনিস! কয়েক মিনিটেই ঠান্ডা...
আপনি যদি এই যোজনার আওতার মধ্যে না পড়েন এবং ভুল পদ্ধতিতে টাকার সুবিধা নিয়ে থাকেন তাহলে পিএম কিষানের ওয়েবসাইটে গিয়ে টাকা ফেরত দিতে পারবেন ৷ এর জন্য ওয়েবসাইটে গিয়ে রিফান্ড অনলাইনে ক্লিক করতে হবে ৷ আপনার সামনে চলে আসবে দুটি বিকল্প ৷ টাকা ফেরত দেওয়ার হলে নিজের আধার নম্বর, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল দিয়ে ডেটা রিকোয়েস্ট করতে হবে ৷ যোজনার আওতার মধ্যে আপনি পড়লে ‘আপনি রিফান্ড দেওয়ার যোগ্য নন’ মেসেজ আসবে আর তা না হলে রিফান্ডের টাকার অ্যামাউন্ট দেখাবে ৷