New Business Idea: এক বছরে মালামাল হওয়া যাবে এই ব্যবসায়, শুরু করতে চাইলে ঋণও দেবে সরকার!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
New Business Idea: পেঁয়াজের প্যাকেটজাত পেস্টের চাহিদা ক্রমশ বাড়ছে। ফলে এটা এখন লাভজনক ব্যবসা।
#নয়াদিল্লি: থলে হাতে বাজার যাওয়া ছিল বাঙালির পুরনো অভ্যাস। কিন্তু দিন বদলেছে। বাজারে গিয়ে বেছে শাকসবজি কেনার মতো সময় হাতে নেই। এখন প্যাকেট খাবারের যুগ। সে মিষ্টি হোক কিংবা মাছ-মাংস। এমনকী বাজারে পেঁয়াজের পেস্টও বিক্রি হচ্ছে প্যাকেটে করেই।
পেঁয়াজের দাম সবসময়ই ওঠানামা করে। মাঝে মধ্যে তো আকাশ ছোঁয়া। আবার কখনও কখনও বাজার ঢুঁড়ে ফেলেও পাওয়া যায় না পেঁয়াজ। এ কারণেই পেঁয়াজের প্যাকেটজাত পেস্টের চাহিদা ক্রমশ বাড়ছে। ফলে এটা এখন লাভজনক ব্যবসা। তাই কোনও ব্যবসা শুরু করতে চাইলে পেঁয়াজের পেস্টের ব্যবসা করা যায়। খুব সহজ প্রযুক্তি। তাই যে কেউ এর ইউনিট সেট আপ করে ভালো আয় করতে পারে।
advertisement
advertisement
কত টাকা খরচ: পেঁয়াজের পেস্ট তৈরির ব্যবসা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে খাদি গ্রামশিল্প কমিশন। সেই রিপোর্ট অনুযায়ী, ৪.১৯ লক্ষ টাকায় পেঁয়াজের পেস্ট তৈরির ব্যবসা শুরু করা যেতে পারে। এ জন্য বেশ কিছুটা জমি লাগবে। কারণ কারখানা তৈরি করতে হবে। শেড তৈরি করতে খরচ হবে প্রায় ১ লাখ টাকা। তবে যদি বড় বাড়ি থাকে তাহলে ১ লাখ টাকা বেঁচে যাবে।
advertisement
একই সময়ে, পেস্ট তৈরি করতে ফ্রাইং প্যান, অটোক্লেভ স্টিম কুকার, ডিজেল ফার্নেস, জীবাণুমুক্ত ট্যাঙ্ক, ছোট বাসন, মগ, কাপ ইত্যাদিতে প্রায় আরও ১.৭৫ লাখ টাকা খরচ হবে। আর বাকি আড়াই লাখ কাঁচামাল কেনা, প্যাকিং, পরিবহন এবং কারিগরদের মজুরি ইত্যাদিতে খরচ হবে।
advertisement
ঋণ মিলবে: তবে ব্যবসা শুরুর জন্য যদি একলপ্তে এত টাকা না থাকে তাহলে অসুবিধা নেই। সরকার সাহায্য করবে। পেঁয়াজের পেস্ট তৈরির ব্যবসা শুরু করতে চাইলে মুদ্রা যোজনার অধীনে পুরো টাকাটাই ঋণ পাওয়া যাবে।
লাভের অঙ্ক: একটা ইউনিট থেকে বছরে ১৯৩ কুইন্টাল পেঁয়াজের পেস্ট তৈরি হয়। যদি কোনও ব্যক্তি পুরোদমে এই কাজে মন দেন তাহলে বছরে ৭.৫০ লাখ টাকার বিক্রি হবে। অর্থাৎ ৪.১৯ লাখ টাকা খরচ করে ৭.৫০ লাখ টাকার বিক্রি করতে পারলে মোট লাভ হবে ১.৭৫ লাখ টাকা। তবে বিপণন কৌশলের উপরেও লাভের অঙ্কের অনেকটা নির্ভর করবে। যদি পণ্যের বেশিরভাগটা পাইকারি হারে না বেচে খুচরো গ্রাহকের কাছে বিক্রি করা হয়, তাহলে লাভ আরও বেশি থাকবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2022 11:49 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: এক বছরে মালামাল হওয়া যাবে এই ব্যবসায়, শুরু করতে চাইলে ঋণও দেবে সরকার!