Rainbow IPO: বাজারে আইপিও আনছে রেইনবো, চিকিৎসাখাতে বিনিয়োগ করে মোটা টাকা লাভের সুযোগ!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rainbow IPO Rainbow: ২০২১ সালে মাত্র ৯ মাসে ২২৮ শতাংশ বেড়ে ১২৬.৪ কোটি টাকা মুনাফা করেছে রেইনবো।
#নয়াদিল্লি: আগামী সপ্তাহেই বাজারে আইপিও আনতে চলেছে রেইনবো চিলড্রেনস মেডিকেয়ার। বিএসই ওয়েবসাইট অনুযায়ী, মাল্টি স্পেশালিটি পেডিয়াট্রিক হাসপাতাল চেইন রেইনবো চিলড্রেনস মেডিকেয়ারের আইপিও পাওয়া যাবে ২৭ এপ্রিল থেকে। বিনিয়োগকারীরা ২৯ এপ্রিল ২০২২ পর্যন্ত এর সদস্যতা নিতে পারবেন। এর প্রাইস ব্যান্ড প্রতি ইক্যুইটি শেয়ারে ৫১৬ টাকা থেকে ৫৪২ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। চিকিৎসাখাতের ভবিষ্যৎ ভালো বলে মনে করা হয়, তাই আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে এই আইপিওতে লগ্নি করতে পারেন বিনিয়োগকারীরা। উল্লেখ্য, ২০২১ সালে মাত্র ৯ মাসে ২২৮ শতাংশ বেড়ে ১২৬.৪ কোটি টাকা মুনাফা করেছে রেইনবো।
এই আইপিও-র মাধ্যমে ১৫৮১ কোটি টাকা তুলতে চায় রেইনবো চিলড্রেনস মেডিকেয়ার। বিএসই ওয়েবসাইটে প্রাইস ব্র্যান্ড উল্লেখ করে ২.৯৪ কোটি টাকার ইক্যুইটি শেয়ার বিক্রির কথা উল্লেখ করেছে। খুচরো বিনিয়োগকারীরা ইউপিআই-এর মাধ্যমে এই আইপিও কেনার জন্য আবেদন করতে পারবেন। এই আইপিওর অধীনে ২৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হবে।
advertisement
advertisement
কোম্পানিটি প্রোমোটার রমেশ কাঞ্চারলা, দীনেশ কুমার চিরলা এবং আদর্শ কাঞ্চারলা, প্রোমোটার গ্রুপ সত্তা পদ্মা কাঞ্চারলা এবং বিনিয়োগকারী ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পিএলসি (পূর্বে সিডিসি গ্রুপ পিএলসি) এবং সিডিসি ইন্ডিয়া ওএফএস-এর মাধ্যমে শেয়ার বিক্রি করবে। এই ইস্যুতে যোগ্য কর্মীদের জন্য ৩ লাখ শেয়ার সংরক্ষিত রাখা হয়েছে।
রেইনবো চিলড্রেনস মেডিকেয়ার-এর তরফে জানানো হয়েছে, নতুন শেয়ার থেকে সংগৃহীত অর্থ নতুন হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ক্রয় এবং সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করা হবে। রেইনবো চিলড্রেন মেডিকেয়ারের ইক্যুইটি শেয়ার বিএসই এবং এনএসই উভয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হবে। এছাড়াও শেয়ারের মূল্য হবে ১০ টাকা। কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি, জেপি মরগান ইন্ডিয়া এবং আইআইএফএল সিকিউরিটিজ ইস্যুটির প্রধান পরিচালক।
advertisement
রেইনবো-তে মূলত শিশুরোগের চিকিৎসা হয়। সদ্যোজাতদের জন্য পেডিয়াট্রিক মাল্টি-স্পেশালিটি পরিষেবা, পেডিয়াট্রিক কোয়াটারনারি কেয়ার (মাল্টি-অর্গান ট্রান্সপ্ল্যান্ট সহ)-এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রসূতি এবং স্ত্রী রোগের চিকিৎসাও এখানে হয়। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের বড় ৬টি শহরে ১৫০০ শয্যাবিশিষ্ট রেইনবো-র ১৪ টি হাসপাতাল রয়েছে। এখানে ২৪ ঘণ্টা পরিষেবার দেন ৬৪১ জন চিকিৎসক। এছাড়াও ১৯৪৭ জন ভিজিটিং চিকিৎসক রয়েছেন। পাশাপাশি রয়েছে উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম-সহ ৩ টি অত্যাধুনিক ক্লিনিক। উল্লেখ্য, ১৯৯৯ সালে তেলঙ্গানায় প্রথম পেডিয়াট্রিক হাসপাতাল প্রতিষ্ঠা করেছিল রেইনবো।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2022 9:12 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rainbow IPO: বাজারে আইপিও আনছে রেইনবো, চিকিৎসাখাতে বিনিয়োগ করে মোটা টাকা লাভের সুযোগ!