Coronavirus Modi Meeting: চিন্তা বাড়ছে দেশে? করোনা পরিস্থিতি নিয়ে এবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Coronavirus Modi Meeting: ট্যুইটবার্তায় রবিবার প্রধানমন্ত্রী জানান, ২৭ এপ্রিল দুপুর ১২টা নাগাদ তিনি ভিডিও কনফারেন্স করবেন। সব রাজ্যের কোভিড পরিস্থিতির খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রীদের কাছে।
#নয়াদিল্লি: ফের ক্রমশ জটিল হচ্ছে দেশের কোভিড (COVID-19) পরিস্থিতি। তৃতীয় ঢেউয়ের পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ফের উদ্বেগজনক করোনা সংক্রমণের হার। এবার কি তবে চতুর্থ ঢেউয়ের মুখোমুখি ভারত? এই প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই আতঙ্কের রেশ রাজ্যগুলিতে।
দোলাচলের মাঝে আগামী বুধবার সামগ্রিক পরিস্থিতি বুঝতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Coronavirus Modi Meeting)।
একটি ট্যুইটবার্তায় রবিবার প্রধানমন্ত্রী জানান, ২৭ এপ্রিল দুপুর ১২টা নাগাদ তিনি ভিডিও কনফারেন্স করবেন। সব রাজ্যের কোভিড পরিস্থিতির খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রীদের কাছে। তারপর আলোচনাক্রমে প্রয়োজনে ফের নতুন কোভিড গাইডলাইন তৈরি হবে (Coronavirus Modi Meeting)।
advertisement
advertisement
A meeting to discuss the Covid situation in the country has been convened at 12 pm on Wednesday, April 27 via video conferencing. The meeting will be chaired by Prime Minister Narendra Modi: Official Sources
(File Pic) pic.twitter.com/gTWsfjV0kF — ANI (@ANI) April 24, 2022
advertisement
দেশে মহামারী থাবা বসানোর পরপর একাধিকবার পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের (Chief Ministers) সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বেড়েছে বিধি নিষেধ। যে সব রাজ্যে সংক্রমণ বেশি, তাদের বাড়তি মেডিক্যাল সাহায্য করা হয়েছে কেন্দ্রের তরফে। তবে গত কয়েকমাসে দেশের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছিল। তলানিতে ঠেকেছিল সংক্রমণ। মৃত্যুর পরিসংখ্যানও ছিল একেবারে যৎসামান্য। কিন্তু গত কয়েকদিন ধরে নিম্নমুখী কোভিড গ্রাফের ধারাবাহিকতায় ছেদ পড়েছে। ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছ রেখচিত্র।
advertisement
উল্লেখ্য, রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ লাফিয়ে বেড়েছে। গত কয়েকদিনে দৈনিক সংক্রমণ হাজার পেরিয়েছে। বেড়েছে অ্যাকটিভ কেস ও মৃত্যুর হার। এছাড়া বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোভিডে আক্রান্ত হয়েছেন শিক্ষক-পড়ুয়ারা। এদিকে, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার কারণে ১ এপ্রিল থেকে দেশে সমস্ত কোভিডবিধি প্রত্যাহার করা হয়েছে। রাজ্যগুলির পরিস্থিতি বিবেচনা করে কোথাও কোনও বিধিনিষেধ জারি নেই। কিন্তু জুনে ফের চতুর্থ ঢেউ (Fourth wave) আছড়ে পড়ার সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement
বিশেষজ্ঞদের একাংশের মতে, ওমিক্রনেরই (Omicron) বেশ কয়েকটি নয়া স্ট্রেন দাপট দেখাতে পারে। সবমিলিয়ে, ফের উদ্বেগ বাড়াচ্ছে দেশের কোভিড চিত্র। আর আগাম সতর্কতা হিসেবেই অতিমারীর বিরুদ্ধে আরও একবার যুদ্ধে নামতে প্রস্তুতি নিতে চায় কেন্দ্র। কোভিড বিরোধী লড়াইয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ভারত। আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে নরেন্দ্র মোদি সরকারের কোভিড বিরোধী নীতি। এবারও তাই আগাম সতর্ক থাকতে বদ্ধপরিকর নয়াদিল্লি। করোনা অতিমারীর সঙ্গে যুদ্ধে কোনওরকম কসুর ছাড়তে চায় না তারা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2022 7:54 AM IST