Aadhaar Card: প্রতারণা থেকে বাঁচাবে মাস্কড আধার কার্ড? কীভাবে তৈরি করবেন, কোথায় ব্যবহার হয়, জানুন!

Last Updated:

Aadhaar Card: আধার কার্ড ধারকদের যে কোনও রকমের প্রতারণা থেকে রক্ষা করতে ইউআইডিএআই চালু করেছে মাস্কড আধার কার্ড।

#নয়াদিল্লি: আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। সরকারি ভর্তুকি পেতে কিংবা সরকারি কোনও প্রকল্পের সুবিধা নিতে প্রয়োজনীয় এবং বাধ্যতামূলক কেওয়াইসি নথিগুলির মধ্যে অন্যতম আধার কার্ড। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলেও এই নথি লাগবে।
সেই কারণে অনেকেই নিজের সঙ্গে আধার কার্ড রাখেন। তবে আধার কার্ড হারিয়ে গেলে বা অন্য কারও হাতে চলে গেলে, প্রতারণার সম্ভাবনা থেকে যায়। এভাবে অনলাইনে ভূরি ভূরি জালিয়াতির খবরও মেলে। তাই আধার কার্ড ধারকদের যে কোনও রকমের প্রতারণা থেকে রক্ষা করতে ইউআইডিএআই চালু করেছে মাস্কড আধার কার্ড।
advertisement
advertisement
কোনও আধার কার্ডে ব্যক্তিগত তথ্যের সঙ্গে ১২টা নম্বর থাকে। সেটাই আধার নম্বর। ইউআইডিএআই-র তরফে জারি করা মাস্ক আধার কার্ডে, এই নম্বরটা আড়াল করা থাকে। পুরোটা নয়। প্রথম আটটা সংখ্যার জায়গায় লেখা থাকে XXXX-XXXX। শেষের ৪টি সংখ্যা দেখা যায়। এর ফলে আধার কার্ডের নম্বর অপরিচিতদের হাতে পড়ে না। ফলে জালিয়াতি ঠেকানো যায়।
advertisement
যে কোনও ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে অনলাইনে ৬টি সহজ ধাপে মাস্কড আধার কার্ড ডাউনলোড করা যায়। দেখে নেওয়া যাক সেই পদ্ধতি।
১। প্রথমে ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২। এবার ১২ সংখ্যার আধার নম্বরটা বসাতে হবে।
advertisement
৩। এবার একটা অপশন আসবে ‘আই ওয়ান্ট আ মাস্কড আধার’। এই অপশনে ক্লিক করতে হবে।
৪। এবার ক্যাপচা ভেরিফিকেশন কোড আসবে। সেটা বসাতে হবে।
৫। এবার ‘সেন্ড ওটিপি’ অপশনে ক্লিক করতে হবে।
৬। এই ওটিপি বসালেই মাস্কড আধার ডাউনলোডের অপশন আসবে। তাতে ক্লিক করলেই মাস্কড আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে।
advertisement
মাস্ক আধার পিডিএফ ফরম্যাটেও পাওয়া যায়। এটা পাসওয়ার্ড প্রোটেক্টেট। ডাউনলোড করার পর মাস্ক আধার কার্ডের পাসওয়ার্ড ইমেলে পাঠিয়ে দেওয়া হবে।
কোনও কাজে আধার ব্যবহার করার প্রয়োজন হলে মাস্কড আধার কার্ড অথবা ১২ ডিজিটের ভার্চুয়াল আইডি শেয়ার করা যায়। এভাবে নিজের ১২ ডিজিট আধার নম্বর শেয়ার না করেও আধারের সব কাজ করা যাবে। মাস্কড আধার কার্ড গোটা দেশের যে কোনও জায়গায় পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যায়। একই সঙ্গে গোপন রাখা যায় নিজের পরিচয়ও। যদিও, অনেক সময় আধার নম্বর শেয়ার করা বাধ্যতামূলক হয়। সে ক্ষেত্রে নিজের ভার্চুয়াল আইডি অথবা ভিআইডি ব্যবহার করা যায়।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Card: প্রতারণা থেকে বাঁচাবে মাস্কড আধার কার্ড? কীভাবে তৈরি করবেন, কোথায় ব্যবহার হয়, জানুন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement