সরকারি প্রকল্পের টাকা ছিল ওই অ্যাকাউন্টে। এমনভাবে টাকা গায়েব হয়ে যেতেই ব্যাঙ্কের কাছে চিঠি করেছেন পুরসভার পৌরাধ্যক্ষ। এই বিষয়ে পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র তাঁর অফিসে বসে তিনটি চেক দেখিয়ে দাবি করেন তাদের কাছে থাকা তিনটি চেক যার নম্বর ৫৩৭৭১, ৫৩৭৭২ এবং ৫৩৭৭৩ এখন ব্যাঙ্কে জমা পড়েনি। অথচ এই চেক থেকেই মোট ১৪ লক্ষ ৪০ হাজারের কিছু বেশি টাকা অন্য একটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে।
advertisement
আরও পড়ুন: এই পদ্ধতিতে চাষ করে লাভ হচ্ছে দ্বিগুণ ! জেনে নিন
এদিকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখার ম্যানেজার বিক্রান্ত কুমার জানান, “কীভাবে কি হয়েছে তা জানা নেই, পুরসভা থেকে বিষয়টি জানানো হয়। বালুঘাট পুরসভা থেকে অভিযোগ পেয়ে বিষয়টি কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, তা ইনভেস্টিগেশন করে দেখা হবে।”
আরও পড়ুন: ম্যাচিউরিটির সময় সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে মিলবে ৭০ লাখ টাকা ? জেনে নিন এই স্কিমের হিসেব
কীভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই টাকা ওই অ্যাকাউন্টে ক্রেডিট করে দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং বালুরঘাট থানায়।
সুস্মিতা গোস্বামী





