TRENDING:

Gold loan: সোনা থেকে শেয়ার! এই সম্পত্তিগুলি জমা রেখে পাওয়া যায় লোন? দেখে নিন তালিকা

Last Updated:

Gold loan: প্রশ্ন হচ্ছে ব্যাঙ্ক বা ফিনান্সিয়াল সংস্থাগুলি ঠিক কোন কোন সম্পত্তির ঋণ প্রদান করে? বিস্তারিত আলোচনা করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চিকিৎসা খরচ বা ভবিষ্যতে অন্য কোনও কারণে হঠাৎ করে মোটা অঙ্কের অর্থের প্রয়োজন হলে সম্পত্তির মাধ্যমে সহজেই লোন নেওয়া যায়। এর ফলে প্রয়োজন মেটাতে সম্পত্তিকে বিক্রি না করে তার ওপরে ঋণ নিয়ে ধীরে ধীরে কিস্তির মাধ্যমে লোন শোধ করে সমস্যার সমাধান করা যায়। প্রশ্ন হচ্ছে ব্যাঙ্ক বা ফিনান্সিয়াল সংস্থাগুলি ঠিক কোন কোন সম্পত্তির ঋণ প্রদান করে? নিচে বিস্তারিত আলোচনা করা হল।
অবশ্যই জেনে রাখুন
অবশ্যই জেনে রাখুন
advertisement

১। সোনা

ঐতিহাসিক এবং অন্যান্য কারণে ভারতের অন্যতম জনপ্রিয় সম্প্রত্তি হল সোনা। নিরাপদ বিনিয়োগ, নিশ্চিত রিটার্ন বা সোনার সাথে সম্পর্কিত প্রচলিত ঐতিহ্যের কারণেই হোক, বেশিরভাগ ভারতীয় পরিবার সোনায় ন্যূনতম কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ করে থাকে। সোনার এই জনপ্রিয়তার কারণেই ব্যাঙ্ক এবং অর্থনৈতিক সংস্থাগুলি খুব সহজেই সোনার ওপর লোন প্রদান করে থাকে। এই ধরনের ঋণকে গোল্ড লোন বলা হয়।

advertisement

গোল্ড লোনের মূল বৈশিষ্ট্য হল খুব কম সময়ে গ্রাহক ঋণের টাকা হাতে পেয়ে যান। এই ক্ষেত্রে ঋণ পরিশোধের মেয়াদ ৩ বছর পর্যন্ত রাখা হয়। এছাড়া, ৭৫% পর্যন্ত এলটিভি অনুপাত এবং সাধারণ ইএমআই বিকল্প ছাড়াও নমনীয় পরিশোধের বিকল্প, যেমন বুলেট ঋণ পরিশোধ এবং অগ্রিম সুদ পরিশোধের সুবিধা প্রদান করা হয়।

আরও পড়ুন: সাধারণের জন্য বড় ধাক্কা! ৫-৬ টাকা বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম...

advertisement

২। শেয়ার, মিউচুয়াল ফান্ড, বিমা পলিসি ইত্যাদির মতো সিকিউরিটি

অনেক ক্ষেত্রেই দেখা যায় সিকিউরিটি সুবিধার সাহায্যে ঋণের সম্পর্কে বিনিয়োগকারী এবং পলিসি হোল্ডাররা অবগত নন। গ্রাহক অর্থের সমস্যা মেটাতে সিকিউরিটি রিডিম করার জায়গায় তার ওপরে সহজেই লোন পেতে পারেন।

এই লোনের সুবিধা মিউচুয়াল ফান্ড, বন্ড, শেয়ার ইত্যাদির মতো বাজার-সংযুক্ত সিকিউরিটিগুলির জন্য খুবই উপকারী। গ্রাহক ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর কোনও ক্ষতি না করেই এগুলি বন্ধক রেখে লোনের সুবিধা নিতে পারেন।

advertisement

একাধিক অর্থনৈতিক সংস্থা বন্ড, শেয়ার, ইটিএফ, মিউচুয়াল ফান্ড, এনএসসি, জীবন বিমা পলিসি এবং কেভিপি সহ বিভিন্ন সিকিউরিটির ওপর ঋণের সুবিধা প্রদান করে।

আরও পড়ুন: নতুন নিয়ম লাগু হওয়ায় এবার এখানে কাজ করতে হবে সপ্তাহে মাত্র ৪দিন!

৩। ফিক্সড ডিপোজিট

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

ফিক্সড ডিপোজিট হল আমাদের দেশের আরেকটি খুবই জনপ্রিয় বিনিয়োগের বিকল্প। অনেক সময় ব্যাঙ্কগুলি এফডি-র ওপর আংশিক প্রত্যাহারের সুবিধা প্রদান করে কিন্তু এর ফলে সামগ্রিক রিটার্নের ওপর প্রভাব পড়ে। এই কারণে সময়ের আগে ফিক্সড ডিপোজিট না ভেঙে গ্রাহক এর ওপরে খুব সহজেই লোন নিতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold loan: সোনা থেকে শেয়ার! এই সম্পত্তিগুলি জমা রেখে পাওয়া যায় লোন? দেখে নিন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল