4 Day Work Week: নতুন নিয়ম লাগু হওয়ায় এবার এখানে কাজ করতে হবে সপ্তাহে মাত্র ৪দিন!

Last Updated:

4 Day Work Week: ৯ ঘন্টা ৩০ মিনিট করতে হবে কাজ -

#নয়াদিল্লি: বেলজিয়ামের কর্মচারীদের এবার সপ্তাহে কেবল ৪দিন (4 days week) কাজ করতে হবে ৷ লেবর ইউনিয়ন ও বিজনেস গ্রুপের মধ্যে হওয়া একটি চুক্তি অনুযায়ী, এবার থেকে কোনও কর্মচারী সপ্তাহে চারদিন কাজ করার দাবি জানালে তাকে অনুমতি দেওয়া হবে এবং এর জন্য কোনও বেতন কাটা হবে না ৷ শুধু তাই নয়, দরকারে কর্মীরা এক সপ্তাহে বেশি দিন কাজ করে পরের সপ্তাহে কম দিন কাজ করতে পারবেন ৷
বেলজিয়ামে শ্রম আইনকে (Labor Law) বেশ জটিল মনে করা হয় ৷ দীর্ঘ দিন ধরে শ্রম আইন সংশোধন করার দাবি জানানো হচ্ছিল ৷ শ্রমিক ইউনিয়ন ও বিজনেস গ্রুপের মধ্যে হওয়া আলোচনার পর সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে কার্যালয়ে সপ্তাহে ৪দিন কাজ হবে ৷
advertisement
advertisement
বেলজিয়ামের প্রধানমন্ত্রী (Belgium Prime Minister) অ্যালেক্সজেন্ডার ডি ক্রু (Alexander De Croo) জানিয়েছেন, কোভিড ১৯ এর কারনে ‘কাজ করার নতুন পদ্ধতি’ এসেছে ৷ কর্মীদের এবং নিয়োগকর্তাদের বেশি ছাড় দেওয়া হবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, কর্মীদের সপ্তাহে চারদিন কাজ করার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে তার জন্য সংস্থার বা নিয়োগকর্তার অনুমতি নিতে হবে ৷ সংস্থা বা নিয়োগকর্তা চারদিন কাজ করা অনুমতি না দিলে তার জন্য সঠিক এবং নির্দিষ্ট কারন লিখিত ভাবে দিতে হবে ৷
advertisement
৯ ঘন্টা ৩০ মিনিট করতে হবে কাজ
নতুন নিয়ম অনুযায়ী, কর্মচারীদের ৯ ঘণ্টা ৩০ মিনিট কাজ করতে হবে ৷ এই সময় বাড়িয়ে ১০ ঘণ্টাও করা যেতে পারে ৷ প্রধানমন্ত্রী ডি ক্রু জানিয়েছেন, গত দু’বছর অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে গোটা দেশ ৷ নতুন নিয়মের জেরে দেশের অর্থব্যবস্থা বেশি ইনোভেটিভ, স্থির ও ডিজিটাল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ ও ব্যবসাকে আরও মজবুত করে তোলা ৷
advertisement
৪ ডে উইক ক্যাম্পেনের (4 Day Week Campaign) ডায়রেক্টর জো রাইল জানিয়েছেন, ‘কর্মীদের কাজের সময় সিলেক্ট করার অপশন দেওয়াকে সমর্থন করি ৷ কিন্তু কাজের জন্য পাঁচ দিনের সপ্তাহকে চার দিন করলে কর্মীদের চাপ এবং কাজের চাপ কমবে না ৷ চার দিন করে যদি প্রতিদিনের কাজের সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে সমস্যার তো কোনও সমাধানই হল না ৷’
advertisement
ইংল্যান্ডেও চলতি বছরের জুন থেকে সপ্তাহে ৪ দিন কাজ কার ট্রায়াল শুরু হতে চলেছে ৷ এর জন্য প্রায় ৩০টি সংস্থা সহমত প্রকাশ করেছে ৷ ছ’মাস ধরে চলবে এই ট্রায়াল ৷ সংস্থার তরফে কর্মীদের সপ্তাহে ৩২ ঘণ্টা কাজ করার অনুমতি দেওয়া হবে ৷ অর্থাৎ কর্মীরা সপ্তাহে তিনদিন ছুটি পাবেন ৷ এর জেরে কর্মীদের বেতন বা ভাতা কম করা হবে না ৷ আমেরিকা, আয়ারল্যান্ড, কানাডা সহ একাদিক দেশে এই ধরনের পাইলট প্রোজেক্ট চলছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
4 Day Work Week: নতুন নিয়ম লাগু হওয়ায় এবার এখানে কাজ করতে হবে সপ্তাহে মাত্র ৪দিন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement