Petrol Diesel Price: সাধারণের জন্য বড় ধাক্কা! ৫-৬ টাকা বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Petrol Diesel Price: কোন কোন জিনিসের দামে প্রভাব পড়বে -
#নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সত্ত্বেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই তেল সংস্থাগুলির আয়ের উপরে ব্যাপক প্রভাব পড়েছে ৷ বিশেষজ্ঞদের মতে পাঁচ রাজ্যে চলতে থাকা বিধানসভা নির্বাচনের জেরে প্রায় ৩ মাস ধরে জ্বালানির দাম স্থির রাখা হয়েছে ৷ তবে নির্বাচন শেষ হতেই লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৫-৬ টাকা বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
আরও পড়ুন: নামী ক্রিকেটারের প্যান কার্ড গিয়েছে হারিয়ে, ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করল সাহায্য!
মার্কেট এক্সপার্টদের মতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি না করায় প্রচুর টাকা লোকসান হচ্ছে তেল সংস্থাগুলির ৷ এই পরিস্থিতিতে সামান্য মার্জিন রাখতে হলেও ৫-৬ টাকা বৃদ্ধি করতে হবে তেলের দাম ৷ আন্তর্জাতিক বাজারে গত ৭ বছরের নিরিখে বর্তমানে অশোধিত তেলের দাম সর্বোচ্চ ৷ এর জেরে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হতেই দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
কোন কোন জিনিসের দামে প্রভাব পড়বে -
আইসিআইসিআই সিকিউরিটিজের (ICICI Securities) বিশ্লেষক প্রবল সেন জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠা-নামার প্রভাব দেশের বাজারেও দেখা যায় ৷ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের যদি প্রতি ব্যারেলে ১ ডলার দাম বাড়ে তাহলে দেশের বাজারে তেলের দাম ৪৬-৪৭ পয়সা প্রতি লিটারে বেড়ে যায় ৷ তবে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়লেও দীপাবলির পর থেকে দেশের বাজারে স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ নভেম্বরের পর থেকে এখনও পর্যন্ত অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ২৫ ডলার বেড়েছে ৷
advertisement
লাগাতার দাম বৃদ্ধি হয়েই চলেছে অশোধিত তেলের
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা উত্তেজনার জেরে মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম ৯৪ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছিল ৷ ২০১৪ সালের পর এই প্রথম ক্রুডের দাম এতটা বেড়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই পরিস্থিতি বজায় থাকলে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ১২৫ ডলার হয়ে যেতে পারে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2022 5:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price: সাধারণের জন্য বড় ধাক্কা! ৫-৬ টাকা বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম...