Petrol Diesel Price: সাধারণের জন্য বড় ধাক্কা! ৫-৬ টাকা বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম...

Last Updated:

Petrol Diesel Price: কোন কোন জিনিসের দামে প্রভাব পড়বে -

#নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সত্ত্বেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই তেল সংস্থাগুলির আয়ের উপরে ব্যাপক প্রভাব পড়েছে ৷ বিশেষজ্ঞদের মতে পাঁচ রাজ্যে চলতে থাকা বিধানসভা নির্বাচনের জেরে প্রায় ৩ মাস ধরে জ্বালানির দাম স্থির রাখা হয়েছে ৷ তবে নির্বাচন শেষ হতেই লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৫-৬ টাকা বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
মার্কেট এক্সপার্টদের মতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি না করায় প্রচুর টাকা লোকসান হচ্ছে তেল সংস্থাগুলির ৷ এই পরিস্থিতিতে সামান্য মার্জিন রাখতে হলেও ৫-৬ টাকা বৃদ্ধি করতে হবে তেলের দাম ৷ আন্তর্জাতিক বাজারে গত ৭ বছরের নিরিখে বর্তমানে অশোধিত তেলের দাম সর্বোচ্চ ৷ এর জেরে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হতেই দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
কোন কোন জিনিসের দামে প্রভাব পড়বে -
আইসিআইসিআই সিকিউরিটিজের (ICICI Securities) বিশ্লেষক প্রবল সেন জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠা-নামার প্রভাব দেশের বাজারেও দেখা যায় ৷ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের যদি প্রতি ব্যারেলে ১ ডলার দাম বাড়ে তাহলে দেশের বাজারে তেলের দাম ৪৬-৪৭ পয়সা প্রতি লিটারে বেড়ে যায় ৷ তবে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়লেও দীপাবলির পর থেকে দেশের বাজারে স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ নভেম্বরের পর থেকে এখনও পর্যন্ত অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ২৫ ডলার বেড়েছে ৷
advertisement
লাগাতার দাম বৃদ্ধি হয়েই চলেছে অশোধিত তেলের
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা উত্তেজনার জেরে মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম ৯৪ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছিল ৷ ২০১৪ সালের পর এই প্রথম ক্রুডের দাম এতটা বেড়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই পরিস্থিতি বজায় থাকলে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ১২৫ ডলার হয়ে যেতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price: সাধারণের জন্য বড় ধাক্কা! ৫-৬ টাকা বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম...
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement