TRENDING:

Agriculture News: নোনা ও পতিত জমিতে এই চাষে করে মোটা টাকা লাভ ! জেনে নিন সেই বিশেষ পদ্ধতি

Last Updated:

Agriculture News: যেখানে আগে চাষাবাদ সম্ভব ছিল না, সেই নোনা ও পতিত জমিতেও এখন বিশেষ কৌশলে হচ্ছে ফসল উৎপাদন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: নোনা ও পতিত জমিতে এই চাষে স্বনির্ভর বসিরহাটের যুবক। পতিত ও সুন্দরবন এলাকার লবণাক্ত জমিতে কৃষির জন্য তেমন উপযুক্ত নয়। এখানে বিকল্প চাষ হিসেবে একদিকে যেমন জমির উর্বরতা লাভ পাবে ঠিক অপরদিকে এই গাছ থেকে আয়ের পথ দেখছে বসিরহাটের যুবক। লবনাক্ত জমিগুলি দীর্ঘদিন ধরে পতিত এবং চাষের অনুপযুক্ত ছিল। তবে বর্তমানে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার আকিপুর গ্রামের যুবক জালালউদ্দিন নূরের উদ্যোগে সেই ধারণার পরিবর্তন ঘটছে।
advertisement

জমির উর্বরতা বৃদ্ধি এবং পতিত জমিকে চাষযোগ্য করে তোলার লক্ষ্যে তিনি বেছে নিয়েছেন একটি বিশেষ পদ্ধতি-ধনচে চাষ। ধনচে গাছ সাধারণত পশুখাদ্য হিসেবে পরিচিত, কিন্তু এর আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি মাটির জৈব উপাদান বাড়িয়ে জমিকে উর্বর করে তোলে।

advertisement

আরও পড়ুন: অল্প খরচে চিয়া বীজ চাষ করে বিপুল টাকা লাভ ! দেখে নিন কীভাবে

View More

তেঁতুল পাতার মতো দেখতে এই গাছটি রোপণের দেড় মাসের মধ্যেই ছয় থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হয়। পরিণত হলে গাছ কেটে জমিতে রেখে পচিয়ে দেওয়া হয়, যা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। ফলে মাটির জৈবগুণ ও উর্বরতা উল্লেখযোগ্য হারে বাড়ে। গ্রামবাংলায় এই গাছ ‘ধনচে’ নামে পরিচিত এবং আগে বহু চাষি এটি ব্যবহার করতেন মাটির গুণমান উন্নত করতে।

advertisement

আরও পড়ুন: অনুর্বর মাটিতে জাদু, জঙ্গলমহলের মানুষকে স্বনির্ভর হওয়ার বিশেষ বার্তা

এছাড়া, ধনচে গাছের দানা পাখির খাদ্য হিসেবে এবং গাছটি পশুখাদ্য হিসেবেও বাজারে চাহিদা রাখে, ফলে এটি চাষ করে অর্থনৈতিক লাভও অর্জন করা সম্ভব। জালালউদ্দিনের এই প্রয়াস কেবল জমির গুণগত পরিবর্তন আনছে না, বরং স্থানীয় যুবসমাজের মধ্যে কৃষি উদ্যোগের নতুন দৃষ্টান্তও স্থাপন করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: নোনা ও পতিত জমিতে এই চাষে করে মোটা টাকা লাভ ! জেনে নিন সেই বিশেষ পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল