Durga Puja Record Alcohol Sale: পুজোয়ে মদের বাম্পার সেল, প্রতিদিন বিক্রি প্রায় ১০ কোটি টাকার মদ! কোন জেলার কাছে হারাল কলকাতা, রইল তথ্য
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
জেলা আবগারি দফতরের আধিকারিক মণীশ শর্মা জানিয়েছেন, 'দুর্গাপুজোর আবহাওয়া ষষ্ঠী অর্থাৎ ২৮ সেপ্টেম্বর থেকে নবমী ১ অক্টোবর পর্যন্ত জেলায় দেশি-বিদেশি মদ ও বিয়ার মিলে ৩৩ কোটি ৮৬ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। ২ অক্টোবর দশমীর দিন গান্ধী জয়ন্তীর জন্য মদ বন্ধ ছিল। না হলে মদ বিক্রির পরিমাণ বাড়ত।"
advertisement
1/7

পুজোয় সুরাপ্রেমীদের উচ্ছ্বাস। উপচে পড়ল সরকারি রাজস্ব ভাড়ার। কোটি কোটি টাকার রাজস্ব ঢুকল দুর্গাপুজোর ক'দিনেই।
advertisement
2/7
বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। এই উৎসবে সুরাপ্রেমীদের উচ্ছ্বাস ধরা পড়ল প্রশাসনের দেওয়া মদ বিক্রির তথ্যতে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলায় পুজোর চার দিনে কোটি কোটি টাকার মদ বিক্রি হয়েছে।
advertisement
3/7
পড়াশোনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিবছর মদ বিক্রিতে প্রথম। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে সারা বছরই মদ বিক্রিতে এগিয়ে থাকে পূর্ব মেদিনীপুর জেলা। আর উৎসবের দিনগুলিতে মদের ফোয়ারা ছোটে জেলায়। দুর্গাপুজা উৎসবে তার অন্যথা হয়নি। ষষ্ঠী থেকে নবমী, চার দিনে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। প্রতিদিন গড়ে ৮ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছে।
advertisement
4/7
ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত চার দিনে, জেলা আবগারি দফতরের দেওয়া তথ্য অনুযায়ী খবর, ৩২০৫০৯.৭২ লিটার দেশি মদ, ২০২৬৫৫.৮৫ লিটার বিদেশি মদ এবং ২৮৪২০৫.৩৯ লিটার বিয়ার বিক্রি হয়েছে।
advertisement
5/7
চলতি বছরে বিজয়া দশমী এবং গান্ধী জয়ন্তী একই দিনে পড়ার কারণে ওই দিন জেলার মদের দোকানগুলি বন্ধ ছিল। তা না হলে মদ বিক্রি পরিমাণ আরও বাড়ত বলেই মনে করছেন আবগারি দফতরের কর্মীরা। জেলা জুড়ে এই চার দিনে ৩৩ কোটি ৮৬ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।
advertisement
6/7
জেলা আবগারি দপ্তরের আধিকারিক মণীশ শর্মা জানিয়েছেন, 'দুর্গাপুজোর আবহাওয়া ষষ্ঠী অর্থাৎ ২৮ সেপ্টেম্বর থেকে নবমী ১ অক্টোবর পর্যন্ত জেলায় দেশি-বিদেশি মদ ও বিয়ার মিলে ৩৩ কোটি ৮৬ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। ২ অক্টোবর দশমীর দিন গান্ধী জয়ন্তীর জন্য মদ বন্ধ ছিল। না হলে মদ বিক্রির পরিমাণ বাড়ত।"
advertisement
7/7
শেষ কয়েক বছর রাজ্যে মদ বিক্রিতে প্রথম সারিতে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। শেষ অর্থ বছরে জেলায় মোট ১৭৪০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। বিভিন্ন উৎসব, পার্বণ, ছুটিতে গত কয়েকবছরে দিঘা, মন্দারমণি-সহ সৈকত শহরে পর্যটকদের আনাগোনা বেড়েছে। আর তাতেই মদ বিক্রির পরিমাণ বাড়ছে। কোলাঘাট থেকে দিঘা পর্যন্ত জাতীয় সড়কের রাস্তার পাশগুলিতে উৎসবের সময় মদের বিক্রি অনেকটাই বাড়ে। দুর্গাপুজায় সেই চিত্র বজায় থাকল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Durga Puja Record Alcohol Sale: পুজোয়ে মদের বাম্পার সেল, প্রতিদিন বিক্রি প্রায় ১০ কোটি টাকার মদ! কোন জেলার কাছে হারাল কলকাতা, রইল তথ্য