এর দিন কয়েক পরেই আবার ওই যুবকের ফেসবুক প্রোফাইল পিকচারে দেখা যায় টাকার পাহাড়।স্বাভাবিকভাবেই ওই যুবকের ফেসবুক প্রোফাইল পিকচারে বারবার এই ধরনের ছবি দেখতে পাওয়ার পরিপ্রেক্ষিতে দুবরাজপুরে শোরগোল পড়ে যায়। ওই যুবককে নিয়ে গুঞ্জন শুরু হতেই নড়েচড়ে বসে দুবরাজপুর থানার পুলিশ। এরপরই সোমবার রাতে হানা দিয়ে ওই যুবককে দুবরাজপুর থানার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
advertisement
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে ভারতে চালু হচ্ছে ডিজিটাল মুদ্রা, এই বিষয়গুলো আগেভাগেই জেনে নিন
কে এই যুবক শেখ ফরিদ তা নিয়ে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত ওই যুবকের বাড়ি দুবরাজপুর থানার অন্তর্গত খোয়াজ মহম্মদপুর। গতকাল পুলিশ গোপন সূত্রে জানতে পারে ওই যুবক আগ্নেয়াস্ত্র সহ যশপুর থেকে দুবরাজপুর রাস্তায় নির্জন জঙ্গলে দাঁড়িয়ে আছে। সেখানে পুলিশের একাধিক টিম গিয়ে চারদিক ঘিরে ফেলা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: বছর শেষে গাড়ি কেনার সিদ্ধান্ত? তাহলে অবশ্যই দেখে নিন এই তালিকা
ওই যুবকের থেকে একটি সাত এমএম পিস্তল এবং তিন রাউন্ড কার্তুজ ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। কী কারণে ওই যুবক শেখ ফরিদ তার ফেসবুকে প্রোফাইল পিকচারে আগ্নেয়াস্ত্রের ছবি রেখেছিলেন, এর পিছনে কী রয়েছে কোন কারবার, তা জানার চেষ্টা করছে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অস্ত্র ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ওই যুবক।
Madhab Das





