নিহতের পরিবারের অভিযোগ, বুধবার রাত থেকে দিলীপের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন সকালে গ্রামে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকের অভিযোগ, নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। গলায়ও দাগ রয়েছে। এছাড়া, মৃতদেহের কিছু দূরে একটি গুলির খোলও পাওয়া গিয়েছে বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ুন : ভোটের আর ২৪ ঘণ্টাও বাকি নেই! এর মধ্যেই দল বদল করলেন প্রার্থী, বিভ্রান্ত ভোটাররা
advertisement
বিজেপির অভিযোগ, দিলীপের স্ত্রী এই বছর পঞ্চায়েত নির্বাচনে চার নম্বর সংসদ থেকে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর মনোনয়ন প্রত্যাহারের জন্য বারবার শাসকদলের পক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছিল। তার পরেই দিলীপের দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: দরজা খুলতেই সামনে রাখা সাদা থান, রজনীগন্ধার মালা! কাঁথিতে তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষ
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক। আমি এবং আমার দল সবরকম সহযোগিতা করবে।” জেলা পুলিশের এক কর্তা জানান, পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
Subhadip Pal