Birbhum News: ভোটের আর ২৪ ঘণ্টাও বাকি নেই! এর মধ্যেই দল বদল করলেন প্রার্থী, বিভ্রান্ত ভোটাররা

Last Updated:

ভোটের আগে প্রার্থীর দল বদল। সিপিএম ছেড়ে বিজেপিতে গেলে নলহাটি বিধানসভার বড়লা গ্রামের সিপিআইএম পঞ্চায়েত প্রার্থী ময়না মণ্ডল সরকার। বুধবার রাতে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার হাত ধরে ময়না সহ ৫৫ টি পরিবার পদ্ম শিবিরে যোগদান করেন। 

+
ভোটের

ভোটের আগে প্রার্থীর দল বদল বিপাকে সিপিএম 

বীরভূম: ভোটের মুখে প্রার্থীর দল বদল! সিপিএম ছেড়ে বিজেপিতে গেলেন নলহাটি বিধানসভার বড়লা গ্রামের সিপিআইএম পঞ্চায়েত প্রার্থী ময়না মণ্ডল সরকার। বুধবার রাতে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার হাত ধরে ময়না সহ ৫৫টি পরিবার যোগ দিল পদ্ম শিবিরে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন বলে জানান ধ্রুব সাহা।
বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে, নলহাটি বিধানসভার বড়লা গ্রামের সিপিআইএম পঞ্চায়েত প্রার্থী ময়না মণ্ডল সরকার। কিন্তু এদিন রাতে তিনি বিজেপিতে যোগদান করেছেন। কিন্তু ভোটের ঠিক দু’দিন আগে প্রার্থী দল বদল করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিভ্রান্ত ভোটাররাও৷
আরও পড়ুন: ভোটের ময়দানেও সামনে ননদিনী রায়বাঘিনি! কে জিতবে বৌদি না ননদ? জোর টক্কর
বিজেপির দাবি, গেরুয়া শিবিরের নীতি আর্দশের জন্য ময়নাদেবী গেরুয়া শিবিরে যোগদান করেছেন। পাশাপাশি, তাঁর এলাকার বিজেপি প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন৷ তবে ঠিক ভোটের আগে প্রার্থীর দলবদলে বিপাকে পড়েছে সিপিএম। ধ্রুব সাহা বলেন, “ময়না সহ প্রায় ১৫০ জন এদিন বিজেপিতে যোগদান করেছেন।”
advertisement
advertisement
Subhadip Pal
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: ভোটের আর ২৪ ঘণ্টাও বাকি নেই! এর মধ্যেই দল বদল করলেন প্রার্থী, বিভ্রান্ত ভোটাররা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement