TRENDING:

WB Panchayat Election 2023: 'যে হাতে গুনবেন সে হাতে তৃণমূলে ভোট দেবেন!' হুল দিবসে কী গুনে নিতে বললেন শতাব্দী রায়

Last Updated:

WB Panchayat Election 2023: হুল দিবসের অনুষ্ঠানে একটু অন্য মেজাজে অভিনেত্রী সাংসদ। পা মেলালেন আদিবাসী নৃত্য দলের সঙ্গে। শুক্রবার এমনই চিত্র দেখা গেল বীরভূমের মহম্মদবাজারের শেওড়াকুড়িতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: হুল দিবসের অনুষ্ঠানে একটু অন্য মেজাজে অভিনেত্রী সংসদ। পা মেলালেন আদিবাসী নৃত্য দলের সঙ্গে। শুক্রবার এমনই চিত্র দেখা গেল বীরভূমের মহম্মদবাজারের শেওড়াকুড়িতে৷ সেখানেই লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ভিন্ন মেজাজে দেখা যায়।
advertisement

শুক্রবার ছিল ১৬৯ তম হুল দিবস। সেই উপলক্ষে জেলাজুড়ে নানান অনুষ্ঠান হয়। এদিন আদিবাসী গাঁওতার পক্ষ থেকে শেওড়াকুড়ি এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই অংশ নিয়েছিলেন সংসদ শতাব্দী রায়। হুল দিবস কে কেন্দ্র করে সেখানে আয়োজন করা হয়েছিল আদিবাসী নৃত্যের। ভোট প্রচারের ব্যস্ততার মাঝে এমন সুযোগকে যেন হাতছাড়া করলেন না নেত্রী সাংসদ। আদিবাসী নৃত্য দলের সঙ্গে পা মেলালেন গানের তালে।এরপরেই তিনি অনুষ্ঠানের মূল মঞ্চে যান।

advertisement

আরও পড়ুন:  এক পরিবারের সাত-জন শিক্ষক! ভোটের ডিউটিতে যাবে না বলে একী করল? জানলে অবাক হবেন

এদিন ওই অনুষ্ঠানে হুল দিবস উৎযাপনের পাশাপাশি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তাও দেন তিনি৷ তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ” ৮ তারিখ ভোট। ৭ তারিখ রাতে ঘুমাতে যাওয়ার আগে তৃণমূল সরকার আপনাদের কি কি দিয়েছে সেটা হাতে গুনে নেবেন। যে হাতে গুনবেন সেই হাতেই তৃণমূলকে ভোট দিয়ে আসবেন।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Subhadip Pal

বাংলা খবর/ খবর/বীরভূম/
WB Panchayat Election 2023: 'যে হাতে গুনবেন সে হাতে তৃণমূলে ভোট দেবেন!' হুল দিবসে কী গুনে নিতে বললেন শতাব্দী রায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল