কেন্দুয়া গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা যাচ্ছে, গোবরা, কবিলপুর, রস্তানপুর, কুলেরা, ধনঞ্জয় বাটি, হারাইপুর, বিশালপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় সাড়ে ৩০০ চাষীর হাতে এমন বীজ তুলে দেওয়া হয়। পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে, বর্ষার সময় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার ফলে অনেক চাষী শীতকালীন ফসল লাগানোর ক্ষেত্রে উৎসাহ হারাচ্ছিলেন। আবার যদি কোন ভাবে ক্ষতি হয় তাহলে তাদের অবস্থা কোন জায়গায় দাঁড়াবে তা নিয়েই তারা চিন্তিত ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ কাঁকরে জমিতে পুষ্টিকর চাষাবাদ! অভিনব উদ্যোগ দুবরাজপুরে
এরই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের উদ্যোগে কেন্দুয়া পঞ্চায়েতের তরফ থেকে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়। চাষীদের তরফ থেকে জানানো হয়েছে, সঠিক সময়ে বর্ষার বৃষ্টি না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় ধান চাষ করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে আমরা পঞ্চায়েতের কাছে আবেদন জানিয়েছিলাম যাতে তারা শীতকালীন ফসল লাগানোর ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে।
আরও পড়ুনঃ রাস্তা আটকে অবৈধ দোকানপাট! তুলে দিল পৌরসভা
সেই আবেদনে সারা দিয়ে পঞ্চায়েতের তরফ থেকে শীতকালীন বিভিন্ন ফসলের বীজ আমাদের হাতে তুলে দেয়। আর সেই সকল বীজ রোপন করার কাজ আমরা শুরু করে দিয়েছি। পঞ্চায়েতে তরফ থেকে এইভাবে তাদের হাতে বীজ তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা খুশি। কারণ এর জন্য তাদের যে টাকা খরচ করতে হত তা আর করতে হবে না।
Madhab Das