Birbhum News: রাস্তা আটকে অবৈধ দোকানপাট! তুলে দিল পৌরসভা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সিউড়ি পৌরসভার অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে অবৈধভাবে দোকানপাট চালানোর অভিযোগ দীর্ঘদিনের। মাঝে মাঝেই এই সকল দোকানপাট তুলে দেওয়ার জন্য পৌরসভার তরফ থেকে অভিযান চালানো হয়।
#বীরভূম : সিউড়ি পৌরসভার অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে অবৈধভাবে দোকানপাট চালানোর অভিযোগ দীর্ঘদিনের। মাঝে মাঝেই এই সকল দোকানপাট তুলে দেওয়ার জন্য পৌরসভার তরফ থেকে অভিযান চালানো হয়। এরই মধ্যে সিউড়ি থেকে সিউড়ি বিদ্যাসাগর কলেজ যাওয়ার যে রাস্তা রয়েছে অর্থাৎ পাইকপাড়ার রাস্তায় গত কয়েক মাস ধরে অবৈধভাবে বেশ কিছু দোকানপাট বসানো হয়। বৃহস্পতিবার অভিযান চালিয়ে সেই সকল দোকানপাট তুলে দিল সিউড়ি পৌরসভা।
পৌরসভা সূত্রে জানা যাচ্ছে, এখানে রাস্তা আটকে নর্দমা উপর বাঁশ লাঠি ইত্যাদি দিয়ে দোকানপাট বসানোর চেষ্টা চালানো হচ্ছিল। এই সকল দোকান পার্টির বিরুদ্ধে গত কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দারা এবং বিশিষ্টজনেরা অভিযোগ জানান। সেই অভিযোগ পেয়ে প্রথমে ওই সকল ব্যবসায়ীদের দোকানপাট তুলে নেওয়ার জন্য সতর্ক করা হয়। কিন্তু তারা পৌরসভার সেই সতর্কবার্তায় কর্ণপাত না করার কারণে বাধ্য হয়ে বৃহস্পতিবার অভিযান চালানো হয় ও দোকানপাট তুলে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ কাঁকরে জমিতে পুষ্টিকর চাষাবাদ! অভিনব উদ্যোগ দুবরাজপুরে
সিউড়ি পৌরসভার তরফ থেকে চেয়ারম্যান প্রণব কর জানিয়েছেন, অবৈধভাবে রাস্তা আটকে যে সকল দোকানপাট তৈরি করা হচ্ছে সেই সকল দোকানপাট তুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই পৌরসভার তরফ থেকে একটি টিম তৈরি করা হয়েছে। সেই টিম শহরের বিভিন্ন জায়গা খতিয়ে দেখছে এবং যেখানেই অবৈধভাবে দোকানপাট গড়ে উঠছে সেগুলি ভেঙে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোয় আলাদা চমক! ভারত মাতা পূজিত হন দুবরাজপুরে
বৃহস্পতিবার সিউড়ির পাইকপাড়া রাস্তায় অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় এবং আগামী দিনে সিউড়ি সুপার স্পেশালিটি এলাকায় যে অবৈধ নির্মাণ রয়েছে তাও ভেঙে ফেলা হবে। সিউড়ি পৌরসভার তরফ থেকে অবৈধভাবে গড়ে ওঠার দোকানপাট ভেঙ্গে দেওয়ার পরিপ্রেক্ষিতে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন, এইভাবে দোকানপাট গড়ে ওঠার ফলে সাধারণ মানুষের যাতায়াতে যেমন অসুবিধা তৈরি হচ্ছে ঠিক তেমনি নিকাশি ব্যবস্থার ক্ষেত্রেও নানা অসুবিধা তৈরি হয়।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
November 03, 2022 6:40 PM IST