৩০০ টি নকল সোনার কয়েন ছাড়াও একটি দেশি পিস্তল, এক রাউন্ড গুলি, চারটি মোবাইল এবং ১১৫০০ টাকা সহ তিনজনকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। ধৃত এই তিনজনের নাম করিম উদ্দিন শেখ, হাসিনুদ্দিন শেখ ও ডালিম শেখ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের মধ্যরাতে রামপুরহাটের ১৪ নম্বর জাতীয় সড়কের উপর চাকপাড়া গ্রামের কাছ থেকে গ্রেফতার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! ১৪ নং জাতীয় সড়কে বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৯!
তারা মোটর বাইকে এই সকল নকল সোনার কয়েন পাচার করছিলেন। তাদের গ্রেফতার করার পাশাপাশি একটি মোটর বাইক আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত এই সকল ব্যক্তিদের বাড়ি লাভপুর থানার অন্তর্গত হাতিয়া এলাকায়। ধৃত তিনজনকে শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
আরও পড়ুনঃ রীতি মেনে বীরভূমে পালিত মহরম
পুলিশের তরফ থেকে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। বিচারক সমস্ত দিক বিচার বিবেচনা করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এই নকল সোনার কয়েন এবং আগ্নেয়াস্ত্র কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল!
Madhab Das