TRENDING:

Birbhum News: অর্মত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি! প্রতিবাদ বিক্ষোভে বিদ্বজ্জনেরা

Last Updated:

অর্মত্য সেনের উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে বিক্ষোভে নামতে চলেছেন কবির সুমন থেকে শুরু করে পরিচালক গৌতম ঘোষ, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন প্রমুখ বিদ্বজ্জনেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: অর্মত্য সেনের উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে বিক্ষোভে নামতে চলেছেন কবির সুমন থেকে শুরু করে পরিচালক গৌতম ঘোষ, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন প্রমুখ বিদ্বজ্জনেরা। শান্তিনিকেতনে 'প্রতীচী' বাড়ির পাশে ৬ মে দিনভর অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে খবর।
advertisement

নোবেল জয়ী অমর্ত্য সেন ১৩ দশক জমি দখল করে রেখেছেন, এই অভিযোগ তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ৬ মে সময় সীমা বেঁধে দিয়ে জমি খালি করে দেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়ে 'প্রতীচী' বাড়িতে নোটিশ লাগিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এমনকী, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে 'জমি দখলকারী', 'জমি কব্জাকারী' উল্লেখ করে বিতর্কে জড়িয়েছেন৷

advertisement

আরও পড়ুন: সরকারি জমিতে দিনে দুপুরে বাড়ি নির্মাণ! ঘটনা জানলে চোখ কপালে উঠবে

ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষ ও উপাচার্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শিক্ষাবিদ থেকে শুরু করে প্রখ্যাত অর্থনীতিবিদেরা৷ উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় 'দেশদ্রোহের' অভিযোগও দায়ের হয়েছে।

View More

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী সম্পূর্ণ জমিই উত্তরাধিকার সূত্রে অমর্ত্য সেনের নামে রেকর্ড করে দিয়েছে বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।

advertisement

আরও পড়ুন: হাওড়ার সোনার ছেলে কুশল! কিন্তু কী দুশ্চিন্তায় দিন কাটছে, পাশে দাঁড়ানোর আর্জি

৬ মে বিশ্বভারতী কর্তৃপক্ষের উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে পথে নামছেন বিদ্বজ্জনেরা। ওই দিন প্রতীচী বাড়ির পাশে অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেনের বাড়ির জায়গায় অবস্থান মঞ্চ করা হবে৷ প্রতিবাদে সামিল হওয়ার কথা সঙ্গীত শিল্পী কবির সুমন, চিত্র পরিচালক গৌতম ঘোষ, শিল্পী যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন ভট্টাচার্য সহ বিদ্বজ্জনেরা। এই প্রতিবাদ সভায় অল্প সময়ের জন্য হলেও মুখ্যমন্ত্রীর আসার সম্ভাবনা রয়েছে। 'বিশ্বভারতী বাঁচাও কমিটি' নামে অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে গান গাইবেন কবির সুমন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শুভদীপ পাল

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: অর্মত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি! প্রতিবাদ বিক্ষোভে বিদ্বজ্জনেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল