TRENDING:

Birbhum News: বন্ধ সরকারী বাস! যাত্রীদের পাশাপাশি বসে বসে মার খাচ্ছেন হকাররাও

Last Updated:

রাজ্যের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় বাস পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার পাশাপাশি স্তব্ধ সিউড়ি, রামপুরহাট ডিপোতে। এই পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গত ছয় দিন ধরে তাদের কাজ বন্ধ রেখেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : রাজ্যের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় বাস পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার পাশাপাশি স্তব্ধ সিউড়ি, রামপুরহাট ডিপোতে। এই পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গত ছয় দিন ধরে তাদের কাজ বন্ধ রেখেছেন। তাদের যে সকল দাবী দাওয়া রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবী দাওয়া হল মাসে ২৬ দিন কাজ পাওয়া, দীর্ঘদিনের অস্থায়ী কর্মীদের স্থায়ী করা ইত্যাদি। পুজোর আগে টানা বাস বন্ধ থাকার ফলে সাধারণ যাত্রীরা চরম নাজেহাল। তবে কেবলমাত্র সাধারণ যাত্রীরা নাজেহাল এমন নয়। এর পাশাপাশি নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে হকারদের।
advertisement

টানা এই বাস পরিষেবা বন্ধ থাকার কারণেই তাদের এমন নাজেহাল অবস্থা। এর পরিপ্রেক্ষিতে সিউড়ি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর হকার্স ইউনিয়নের তরফ থেকে জানা যাচ্ছে, এখানে ৪০-এর বেশি হকার রয়েছেন যারা প্রতিদিন সরকারি বাসে হকারি করে জীবন যাপন করেন। এখন পুজোর আগে এইভাবে বাস পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ায় তারা তাদের ব্যবসা করতে পারছেন না।

advertisement

আরও পড়ুনঃ মহালয়াতেই উদ্বোধন হল ১৫টি পূজোর! দেখে নিন তালিকা...

হকারদের তরফ থেকে জানা গিয়েছে, সিউড়ি ডিপো থেকে বাস চলাচল করলে এই বাসস্ট্যান্ডে প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটে। তারা তাদের থেকে খাবার সহ বিভিন্ন জিনিসপত্র কেনেন। প্রতিদিন যাত্রীরা বিভিন্ন হকারের থেকে যে পরিমাণ জিনিসপত্র কেনেন তাতে এক একজন হকারের প্রতিদিন ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত রোজগার হয়। কিন্তু বাস না চলার কারণে তারা এই রোজগার এখন আর করতে পারছেন না।

advertisement

View More

আরও পড়ুনঃ মোলডাঙ্গায় শিশু হত্যাকাণ্ডে ফের অসন্তোষ গ্রামের বাসিন্দাদের!

অন্যদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি কবে উঠবে তা নিয়েও কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না। কারণ তারা তাদের দাবি-দাওয়া নিয়ে অনড় রয়েছেন, আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন আশ্বাসও তারা পাচ্ছেন না বলে দাবি করেছেন। এই পরিস্থিতিতে সিউড়ির হকাররা সমস্ত দিক বিচার বিবেচনা করে বাস পরিষেবা স্বাভাবিক হওয়ার আবেদন জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বন্ধ সরকারী বাস! যাত্রীদের পাশাপাশি বসে বসে মার খাচ্ছেন হকাররাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল