আরও পড়ুন Train Time: সিউড়ি থেকে অন্ডাল বিশেষ ট্রেন, দেখে নিন সময়সূচী
শ্রমিক, যানবাহন চালক যারা এই পাথর শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত তারা জানিয়েছেন, ঠিক পুজোর আগে এইভাবে পাথর শিল্প স্তব্ধ হয়ে যাওয়ার কারণে তারা দুশ্চিন্তায় ভুগছিলেন। কীভাবে পুজোর সময় তাদের সংসার চলবে, কীভাবে তারা তাদের পরিবারের ছোট বড়দের জামাকাপড় এসব কিনে দেবেন। তবে বুধবার থেকে পুনরায় এই পাথর শিল্প খুলে যাওয়ার ফলে তারা স্বস্তি ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন Birbhum News : সোনাঝুরিতে তৈরি হচ্ছে রিসর্ট, বেনিয়মের অভিযোগ
মালিকপক্ষদের তরফ থেকে জানানো হয়েছে, প্রশাসনের সঙ্গে কথা বলার পর তারা বিষয়টি নিয়ে তৎপরতা দেখাবেন বলে জানিয়েছেন এবং শ্রমিক পক্ষের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে খাদান খুলে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যে সকল খাদানের বৈধতা রয়েছে সেই সকল খাদানগুলি খুলে দেওয়া হয়েছে এবং ক্রাশারগুলির অধিকাংশ বৈধ থাকাই সেগুলি স্বাভাবিকভাবেই চলছে। আশা করা হচ্ছে আগামী দিনে এই সমস্যা মিটে যাবে এবং সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
Madhab Das