প্রাক্তন সৈনিকদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল কোটাসুরের এক বেসরকারি অনুষ্ঠান ভবনে। মূলত ভারতীয় প্রাক্তন সেনা জওয়ানদের পরিবারের বিশেষ সুবিধার্থে ‘বীরভূম জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।
এখানে অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শহিদ জওয়ান গোপাল মান্ডির পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথিদের পাশাপাশি গোপাল মান্ডির মা-বাবাকে চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক দিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।
advertisement
আরও পড়ুন: সূর্যকিরণের প্রথম ছটায় বাঁধভাঙা উচ্ছ্বাস, ভোরেই নদীর ঘাটে উপচে পড়া ভিড়
বীরভূম জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির জেলা সম্পাদক মনোজিৎ ঘোষ জানান, যারা এয়ার ফোর্স, আর্মি,নেভি থেকে অবসর নিয়ে ফিরে আসেন তাঁদের পরবর্তী জীবনে যদি কোনও সমস্যা হয়ে, সেই সমস্ত সমস্যার সমাধান করা হয়। অনেকে আছেন যারা অবসর নেওয়ার পরেও ঠিকমত পেনশন পাচ্ছেন না। তাঁদেরকে পেনশন পাইয়ে দেওয়ার পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সমস্ত কিছুই প্রদান করা হয়ে থাকে।
সৌভিক রায়





