বাইরে থেকে আসা এক পর্যটক আয়ন সাফরাজ আহমেদ জানিয়েছেন, \"আমরা দূর দুরান্ত থেকে এসেছি আজ এই হাটে ঘুরবো বলে। কিন্তু এসে দেখতে পায় এখানকার তৃণমূল জেলা সভাপতিকে সিবিআই গ্রেফতার করার প্রতিবাদে এখানকার বিক্রেতেরা হাট বন্ধ রেখেছেন। হাট বন্ধ রাখার কারণে আমরা ঘুরতে পারছি না, কেনাকাটা করতে পারছি না। আমরা তো পরিবারকে নিয়ে এসে রীতিমতো নিরাশ হয়ে পড়েছি।\"
advertisement
আরও পড়ুনঃ চারিদিকে আসল সোনা উদ্ধারের মধ্যেই বীরভূমে উদ্ধার নকল সোনা!
হাট বন্ধ থাকার পাশাপাশি অনুব্রত মণ্ডলের সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার প্রতিবাদে শনিবার দুপুর বেলায় একটি মিছিলের আয়োজন করেন এখানকার হাট কমিটির তরফ থেকে। খোয়াই হাট থেকে বোলপুর রেল ময়দান পর্যন্ত এই মিছিল হাট কমিটির সদস্যদের তরফ থেকেই করা হয় এখানে কোন রাজনীতি যুক্ত নেই বলে দাবি করেছেন হাট কমিটির সদস্যরা।
আরও পড়ুনঃ মর্মান্তিক! ১৪ নং জাতীয় সড়কে বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৯!
সোনাঝুরি হাট কমিটির সদস্য তন্ময় মিত্র জানিয়েছেন, \"অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক। সেই কারণে ওনার জন্য আমাদের শিল্পীরা আজ হাট বন্ধ রেখেছেন।\" অন্যদিকে হাট বন্ধ থাকায় পর্যটকদের অসুবিধার কথা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, \"অসুবিধা হলেও কিছু করার নেই। অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক এবং তার এইভাবে গ্রেফতারের ঘটনায় আমাদের শিল্পীরা মর্মাহত এবং ক্ষুব্ধ\"।
Madhab Das