TRENDING:

Birbhum News : জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে গাড়ি! ভয়ঙ্কর ঘটনা সিউড়িতে

Last Updated:

১৪ নম্বর জাতীয় সড়কে চলন্ত স্কুটিতে আগুন , কোনও রকমে প্রাণে বাঁচলো এক ব্যাক্তি। স্কুটিতে আগুনের জেরে কিছুক্ষনের জন্য  জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়    

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ১৪ নম্বর জাতীয় সড়কে চলন্ত স্কুটিতে আগুন , কোনও রকমে প্রাণে বাঁচলো এক ব্যাক্তি। স্কুটিতে আগুনের জেরে কিছুক্ষনের জন্য  জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । তারপরই ঘটনাস্থলে সিউড়ি দমকলের একটি ইঞ্জিন এসে পৌছায় , কিছুক্ষনের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নেভায় । সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। পুলিশ এসে স্বাভাবিক করে যান চলাচল । ১৪ নম্বর জাতীয় সড়কে সিউড়ীর BE কলেজ মোড় এলাকায় ঘটে এই ঘটনা ।
advertisement

জানা গিয়েছে, এক ব্যাক্তি স্কুটি চালিয়ে বীরভূমের মহম্মদবাজার থেকে সিউড়ী আসছিল ১৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে । সিউড়ির কাছে আসতেই চলন্ত স্কুটিতে আগুন লেগে যায় হটাৎ । আগুন লাগতেই সঙ্গে সঙ্গে স্কুটি থামিয়ে দেন তিনি । তারপরই প্রাণ বাঁচাতে স্কুটি থেকে নেমে যান ওই ব্যক্তি । অল্পের জন্য প্রাণ বাঁচে তার । কিন্তু তার প্রাণ বাঁচলেও মাঝ রাস্তায় জ্বলতে থাকে স্কুটিটি । এমন ঘটনা দেখতে ১৪ নম্বর জাতীয় সড়কে ভিড় করেন এলাকার অনেক মানুষ । তারপরই খবর দেওয়া হয় দমকলে ৷

advertisement

আরও পড়ুন: এ কি নৃশসংতা! জুয়া খেলায় বাধা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে চাকুর কোপ স্বামীর

আরও পড়ুন: মর্মান্তিক! ৫০০ টাকার জন্য বন্ধুর সঙ্গে সেই নৃশংস কাজ, হাড়হিম ঘটনা নানুরে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

সিউড়ী দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে । তারপরই বেশ কিছুক্ষণ ধরেই স্কুটিতে আগুন নেভায় দমকলের কর্মীরা । এমন ঘটনায় ব্যস্ততম জাতীয় সড়কে কিছুক্ষনের জন্য ব্যাহত হয় যান চলাচল তারপরই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সিউড়ী থানার পুলিশ । পুলিশ এসে স্বাভাবিক করে যান চলাচল । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় , প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে স্কুটিতে শট সার্কিট থেকেই এই আগুন , যদিও ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও সিউড়ী থানার পুলিস।

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে গাড়ি! ভয়ঙ্কর ঘটনা সিউড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল