Birbhum News: এ কি নৃশসংতা! জুয়া খেলায় বাধা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে চাকুর কোপ স্বামীর

Last Updated:

বীরভূমের নলহাটি শহরে ব্যস্ততম রাস্তায় স্ত্রীকে চাকু মারল স্বামী। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্ত্রী।

+
এ

এ কি নৃশসংতা! জুয়া খেলায় বাধা দেওয়ায় প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে চাকু মারলেন স্বামী

বীরভূম : বীরভূমের নলহাটি শহরে ব্যস্ততম রাস্তায় স্ত্রীকে চাকু মারল স্বামী। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্ত্রী। স্থানীয় লোকজন স্বামীকে হাতেনাতে ধরে ফেলে তুলে দেয় নলহাটি থানার পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধে নাগাদ বীরভূমের নলহাটি শহরের রাম মন্দির সংলগ্ন এলাকায়। প্রকাশ্য রাস্তায় এই ঘটনা ঘটায় হতবাক প্রত্যক্ষদর্শীরা ।
ঘটনায় গুরুতর জখম অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। জখম মহিলার নাম সাকিলা খাতুন। তার বাড়ি বীরভূমের মুরারই থানার বিরোলি গ্রামে। শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে ট্রেনে এসে নলহাটি রেল ষ্টেশনে নামেন সাকিলা খাতুন নামের ওই মহিলা । তারপর নলহাটি রামমন্দিরের সামনে বাপের বাড়ি যাবার গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় তার স্বামী মোহিত কুমার বর্মা এসে তাকে ছুরি মারে বলে অভিযোগ।
advertisement
advertisement
মহিলার চিৎকারে স্থানীয় লোকজন তার স্বামীকে ধরে ফেলেন।  নলহাটি থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে জখম মহিলাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য । নলহাটি থানার পুলিশ মহিলার স্বামী মোহিত কুমার বর্মাকে গ্রেফতার করেছে।
advertisement
জানা যায়, জখম মহিলা সাকিলা খাতুন কলকাতায় একটি শপিং মলে কাজ করতেন সেখান থেকেই মোহিত কুমার বর্মার সাথে পরিচয় হয় ও গত দু মাস আগে বিয়ে করে তারা । পুলিশ সূত্রে জানা যায়, মোহিত কুমার বর্মা বিভিন্ন অনলাইনে বেটিং সংস্থায় জুয়া খেলায় আসক্ত ছিল, বার বার তার স্ত্রীকে টাকা চেয়ে মারধর করত বলে জানা যায়,মোহিত কুমার বর্মা মাসখানেক থেকে কোনও কাজ করত না,সেই নিয়েই স্ত্রীর সাথে প্রায় দিন অশান্তি হত বলে জানা যায়। বিশেষ করে অনলাইনে বেটিং এ জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ায় ,অশান্তিও হত ।  স্ত্রীর বারণ  স্বামীর মাথা ব্যাথার কারণ ছিল তাই  স্ত্রীকে খুন করার চেষ্টা চালায় মোহিত কুমার বর্মা।
advertisement
Akshoy Dhibar
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: এ কি নৃশসংতা! জুয়া খেলায় বাধা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে চাকুর কোপ স্বামীর
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement