অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বাউল শিল্পী পূর্ণদাস বাউল জানিয়েছেন, বিশ্বের ১৬০টির বেশি দেশে তিনি ঘুরেছেন এবং সেখানে এখানকার সংস্কৃতি পৌঁছে দিয়েছেন। সেই জায়গায় এইভাবে তার জমি জবরদখল হয়ে যাবে তা তিনি মেনে নিতে পারছেন না। বিষয়টি নিয়ে আগেও তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন এবং আগামী দিনেও জানাবেন।
আরও পড়ুন: দেশে নেতাজির নামে একমাত্র রেল জংশন, কোথায় জানেন? বাংলায় নয় কিন্তু
advertisement
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের উপস্থিতিতে মঙ্গলবার ওই জায়গা মাপজোঁক করা হয়। তবে সিদ্ধান্ত এখনও ঝুলে। কারণ তাদের তরফ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি নিয়ে অফিস কথা বলবে। অফিশিয়াল যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ অনুযায়ী জমির মালিক কে তা গ্রাহ্য হবে।
আরও পড়ুন: ইডি-র আধিকারিকের সামনেই তীব্র বচসা, মুখোমুখি বসিয়ে জেরা তাপস-কুন্তলকে
বীরভূমের বিভিন্ন জায়গায় জমি দখলের অভিযোগ এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন জায়গায় জমি দখলের অভিযোগ উঠতে দেখা গিয়েছে। তবে এইভাবে একজন পদ্মশ্রী প্রাপ্ত বাউল শিল্পীর জমি জবরদখল হয়ে যাবে তা ভাবতেই অবাক লাগছে!