TRENDING:

Birbhum News: দুবরাজপুরে বাড়িতে বাড়িতে হানা পৌরসভার স্পেশাল টিমের! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

গরমে পানীয় জলের চাহিদা বৃদ্ধি পেতে চরম জল সংকট তৈরি হয়েছে দুবরাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন অংশে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: কিছু দিন আগে পর্যন্ত তাপপ্রবাহে নাজেহাল অবস্থা হয়েছিল বীরভূমের বাসিন্দারা। তবে বর্তমানে সেই তাপপ্রবাহ না থাকলেও গরম থেকে মুক্তি মিলছে না। আর এই গরমকালে সবচেয়ে বেশি চাহিদা পানীয় জলের। পানীয় জলের এই চাহিদা বৃদ্ধি পেতেই জল সংকট তৈরি হয়েছে দুবরাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন অংশে।
advertisement

দুবরাজপুর শহরে রয়েছে মোট ১৬টি ওয়ার্ড। এই ১৬টি ওয়ার্ডের মধ্যে সাত থেকে আটটি ওয়ার্ডের বিভিন্ন অংশের বাসিন্দারা পাইপলাইনের জল পাচ্ছেন না বলে অভিযোগ। কোথাও জলের পাইপ লাইন থাকলেও কল নেই, কোথাও আবার সবকিছু ব্যবস্থা থাকলেও জলের দেখা মেলে না। টিউবওয়েল বা কুয়োর জলে তাদের চাহিদা মিটছে। আবার কোথাও পাইপলাইনের মাধ্যমে পৌরসভার পানীয় জল পড়লেও, তা মোটর দিয়ে জল টেনে নেওয়ার অভিযোগ তুলছেন দুবরাজপুর শহরবাসী।

advertisement

আরও পড়ুন-  খাটে পরে অর্ধনগ্ন দেহ! মা আর নেই! দেখে আঁতকে উঠল ছেলে!

এমন পরিস্থিতিতে পানীয় জল না থাকার কারণে দূর থেকে কষ্ট করে পানীয় জল আনতে হয়। এমনকী, অন্য পাড়াতে পানীয় জল আনতে গেলে সেই পাড়ার লোকেরা জল দিতে চায় না বলেও অভিযোগ। পৌরসভাতে এই বিষয়ে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে জানাচ্ছেন বাসিন্দারা। তাদের একটাই দাবি, পর্যাপ্ত পরিমাণ পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা যেন করে পৌরসভা।

advertisement

View More

আরও পড়ুন-  সহজ পদ্ধতি, লাভ প্রায় ১০ গুণ! কী চাষে মজলেন বীরভূমের মতিউর? দেখুন..

দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানিয়েছেন, দুবরাজপুর শহরে পানীয় জলের সমস্যা রয়েছে। এই সমস্যা দূরীকরণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। পাইপলাইনের জল মোটরে টেনে নিয়ে ব্যক্তিগত রিজার্ভারে সঞ্চয় করলে জরিমানা ধার্য করা হবে। এমনকী, চিরদিনের জন্য তার বাড়ির পানীয় জলের কানেকশন কেটে দেওয়া হবে।

advertisement

অন্যদিকে, পৌরসভার চেয়ারম্যানের এমন ঘোষণার পর পৌরসভার কর্মীদের কড়া পদক্ষেপ নিতেও দেখা যায়। পৌরসভার তরফ থেকে তৈরি করা স্পেশাল টিম শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যেই অবৈধভাবে জল মজুত করার কারণে বেশ কয়েকটি বাড়িতে হানা দেয় এই স্পেশাল টিম এবং একাধিক মোটর বাজেয়াপ্ত করে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: দুবরাজপুরে বাড়িতে বাড়িতে হানা পৌরসভার স্পেশাল টিমের! কারণ জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল