আরও পড়ুন- মাংস আনা নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ! তার এমন ভয়ঙ্কর পরিণতি! জানলে আঁতকে উঠবেন
রোগীদের কাছে সঠিক সময়ে খাবার না পৌঁছনোর এমন ঘটনা ঘটছে বিশেষ করে চতুর্থ তলার বিভিন্ন ওয়ার্ডে। তাদের কথায়, প্রথম, দ্বিতীয় তলার রোগীরা নির্দিষ্ট সময়ে খাবার পেয়ে যাচ্ছেন। প্রশ্ন হলো যেখানে প্রথম এবং দ্বিতীয় তলার রোগীরা সঠিক সময়ে খাবার পাচ্ছেন, সেই জায়গায় কেন চতুর্থ তলার রোগীরা সঠিক সময়ে খাবার পাচ্ছেন না?
advertisement
আরও পড়ুন- নির্দেশিকা সত্ত্বেও স্কুল শিক্ষকেরা কেন পড়াচ্ছেন টিউশন? বিক্ষোভ গৃহশিক্ষকদের
এই বিষয়ে হাসপাতাল সুপার ডাঃ নীলাঞ্জন মন্ডল থেকে শুরু করে রান্না করা ও খাবার বণ্টনের দায়িত্বে থাকা কর্মীরা ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাননি। যদিও সূত্র মারফত জানা গিয়েছে, খাবার বণ্টনের ক্ষেত্রে নাকি কর্মীদের অভাব! প্রশ্ন হলো এত বড় হাসপাতাল, যেখানে জেলার বিভিন্ন জায়গায় এমনকী ভিন রাজ্য ঝাড়খন্ড থেকেও মানুষ চিকিৎসার জন্য আসেন, সেখানে সঠিক সময়ে খাবার বণ্টনের ক্ষেত্রে কেন কর্মীদের অভাব হবে?
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ হলেও, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী বিষয়টিকে গুরুতর বলেই জানিয়েছেন। তাঁর আশ্বাস, তিনি নিজে হাসপাতালে গিয়ে বিষয়টি দেখবেন এবং খাবার বণ্টনের অথবা খাবারের গুণগত মানের ক্ষেত্রে কোনো রকম অভিযোগ থাকলে তা গুরুত্ব সহকারে দেখা হবে। এর পাশাপাশি তিনি এও আশ্বাস দেন, যারা এই খাবার বণ্টনের দায়িত্বে রয়েছেন তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Madhab Das