রামপুরহাটের ভারশালা মোড়ের কাছেই রয়েছে খুদিরামের ছোট্ট দোকান৷ দীর্ঘদিন ধরে তিনি সেখানেই এই দোকান চালাচ্ছেন। প্রথমে তিনি মাত্র ৫০ পয়সায় চপ বিক্রি করতেন। পরে সেই দাম বাড়িয়ে করেন ১ টাকা। এখন সেখানে চপের দাম হয়েছে মাত্র ২ টাকা। এই ২ টাকার চপ খেতেই ভিড় জমান অসংখ্য মানুষ৷
খুদিরামবাবু জানান, প্রতিদিন ৬০০ থেকে ৬৫০ টি চপ বিক্রি হয়ে থাকে। তাতেই তাঁর চলে যায়। যেহেতু বর্তমান অগ্নিমূল্যের বাজারের তুলনায় অনেকটা কম টাকায় তিনি চপ বিক্রি করে থাকেন৷ তাই চপ তুলনায় আকারে ছোট হয়৷ তবে তাতে ক্রেতাদের আপত্তি নেই৷ বরং দু’টাকার চপই ওই এলাকার ক্রেতাদের কাছে খ্যাতি লাভ করেছে।
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 3:18 PM IST





