TRENDING:

Birbhum News: অবিশ্বাস্য! মাত্র ২ টাকায় চপ, কোথায় পাওয়া যাচ্ছে জানেন, উপচে পড়ছে ভিড়

Last Updated:

Birbhum News: দু'টাকায় আলুর চপ। অগ্নিমূল্য বাজারে, এখনও মাত্র দু'টাকায় পাওয়া যায় চপ। রামপুরহাটের ভারশালা মোড়ের কাছে খুদিরাম মণ্ডলের দোকানে আজও দু'টাকায় চপ খেতে ভিড় জমান ক্রেতারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: অগ্নিমূল্য বাজারে সব কিছুর দামই আকাশছোঁয়া৷ প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়েই চলেছে৷ ২ টাকায় আলুর চপ। শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি৷ অগ্নিমূল্য বাজারে, এখনও মাত্র ২ টাকায় পাওয়া যাচ্ছে এই চপ। রামপুরহাটের ভারশালা মোড়ের কাছে খুদিরাম মণ্ডলের দোকানে আজও দু’টাকায় চপ খেতে ভিড় জমান ক্রেতারা। আকারে ছোট হলেও তাতেই মন জয় করেছে খুদিরামের চপ। আবার লাভের মার্জিন কম হলেও দাম বাড়াতে নারাজ খুদিরাম।
advertisement

রামপুরহাটের ভারশালা মোড়ের কাছেই রয়েছে খুদিরামের ছোট্ট দোকান৷ দীর্ঘদিন ধরে তিনি সেখানেই এই দোকান চালাচ্ছেন। প্রথমে তিনি মাত্র ৫০ পয়সায় চপ বিক্রি করতেন। পরে সেই দাম বাড়িয়ে করেন ১ টাকা। এখন সেখানে চপের দাম হয়েছে মাত্র ২ টাকা। এই ২ টাকার চপ খেতেই ভিড় জমান অসংখ্য মানুষ৷

খুদিরামবাবু জানান, প্রতিদিন ৬০০ থেকে ৬৫০ টি চপ বিক্রি হয়ে থাকে। তাতেই তাঁর চলে যায়। যেহেতু বর্তমান অগ্নিমূল্যের বাজারের তুলনায় অনেকটা কম টাকায় তিনি চপ বিক্রি করে থাকেন৷ তাই চপ তুলনায় আকারে ছোট হয়৷ তবে তাতে ক্রেতাদের আপত্তি নেই৷ বরং দু’টাকার চপই ওই এলাকার ক্রেতাদের কাছে খ্যাতি লাভ করেছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

Subhadip Pal

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: অবিশ্বাস্য! মাত্র ২ টাকায় চপ, কোথায় পাওয়া যাচ্ছে জানেন, উপচে পড়ছে ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল