নজিরবিহীন এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই এক ব্লকের অন্তর্গত গোপালপুর জয়ন্তি নগর প্রান্তিক পাঠশালায়। আর এমন নজর বিহীন ঘটনাটি ঘটিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ সরকার। দেবাশীষ সরকারের মেয়ের বিয়ে হয়ে গত ৪ ডিসেম্বর। বিয়ের অনুষ্ঠানের দিন স্কুলের প্রতিটি পড়ুয়াকে ডেকে খাওয়ানোর সুযোগ তার হয়নি। কন্যাদানের ব্যস্ততার মাঝে খুদে খুদে পড়ুয়াদের সামাল দেওয়া কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ হবে বলেই তিনি ওই দিন তাদের নিমন্ত্রণ করেন নি। কারণ তার স্কুল থেকে তার বাড়ি আট কিলোমিটার দূরে, পাশাপাশি অনুষ্ঠান ছিল রাতে।
advertisement
তবে পরে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন এমন পরিকল্পনা করেই শুক্রবার ওই সকল পড়ুয়াদের নিয়ে স্কুলেই খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার স্কুলেই প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ২২২ জন পড়ুয়ারদের পেটপুরে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেন দেবাশীষ বাবু। এদিন খাওয়া দাওয়ায় ছিল ভাত, ডাল, ফুলকপি আলু মটরশুঁটির তরকারি, মুরগির মাংস, দই, মিষ্টি এবং চাটনি। খুদেদের খাওয়া-দাওয়ার এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষকের মেয়ে ও জামাই।
Madhab Das