আরও পড়ুন Murshidabad News: ফুলসজ্জা কাটতেই নববিবাহিতা স্ত্রীকে রেখে বেপাত্তা স্বামী! থানায় গেল নববধূর পরিবার
রাস্তার অবস্থা খালাখন্দে ভর্তি হয়ে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনার মত পরিস্থিতিও তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এমন পরিস্থিতিতে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় সংসদে ফের একবার এই রেল ওভারব্রিজ নিয়ে সরব হলেন। সিউড়ির এই হাটজান বাজার রেলওভার ব্রিজ ছাড়াও সরব হন সাঁইথিয়া, দুবরাজপুরে রেলের কাজ নিয়েও। এছাড়াও নলহাটির রেল ওভার ব্রিজ নিয়েও প্রশ্ন তোলেন।
advertisement
সিউড়ি হাটজন বাজার এলাকার বাসিন্দাদের দাবি, বর্তমানে এই এলাকায় রেল ওভারব্রিজ অর্ধ নির্মিতভাবে পড়ে থাকার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হামেশাই দুর্ঘটনা ঘটছে। অজস্র মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই রাস্তাই মূলত সদর শহর সিউড়ির সঙ্গে বোলপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের যোগাযোগের মাধ্যম। এছাড়াও সিউড়ি থেকে দুই বর্ধমান সহ কলকাতা অথবা অন্যান্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রেও অন্যতম মাধ্যম হল এই রাস্তা। এখন এই পরিস্থিতিতে দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে এইভাবে এই রেল ওভার ব্রিজ অর্ধ নির্মিত অবস্থায় পড়ে থাকায় নিদারুণ অসহায় অবস্থায় দিন কাটছে এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুন Birbhum News : লটারির টিকিট কেনার আগে সাবধান, ভুয়ো লটারিতে ছেয়ে গিয়েছে জেলায়
হাটজান বাজার রেল ওভারব্রিজ নির্মাণ নিয়ে এর আগেও সংসদে সরব হতে দেখা গিয়েছিল শতাব্দী রায়কে। তারপর কিছুটা হলেও কাজের গতি ফেরে কিন্তু তাও দিন কয়েক চলার পর বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে নতুন করে সাংসদ সরব হওয়ার কারণে এলাকার বাসিন্দারা আশার আলো দেখছেন পুনরায় এই কাজ শুরু হওয়ার।
Madhab Das