বৃহস্পতিবার সিউড়ির ওই শিশু নিখোঁজ হয়ে যাওয়ার পর পুলিশের তরফ থেকে তন্ন তন্ন করে তল্লাশি শুরু হয় বিভিন্ন জায়গায়। এলাকার ঝোপঝাঁড় থেকে শুরু করে পুকুরঘাট, কুয়ো সব জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এমনকি ওই শিশুকে খুঁজে পেতে ড্রোন ও কুকুরের সাহায্য নেওয়া হয়। তবে শুক্রবার পর্যন্ত কোথাও খোঁজ পাওয়া যায়নি ওই শিশুর। সেই শিশুর খোঁজ মিলল শনিবার।
advertisement
আরও পড়ুন Hooghly News: অতিরিক্ত কাজের চাপ দিচ্ছে বস, সোজা কাটারির কোপ ব্যাঙ্ক কর্মীর!
ওই শিশুটিকে খুঁজে পাওয়া যায় তার বাড়ি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে পাথরচাপুরিতে। সেখানে তাকে ঘুরে বেড়ানো অবস্থায় দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা খোঁজখবর শুরু করলে ফাতেমা বিবি নামে এক মহিলা জানান ওই শিশুকে তিনি চেনেন। কারণ সিউড়িতে থাকা অবস্থায় তিনি ওই শিশুকে দেখেছিলেন। এরপরেই ওই শিশুকে সঙ্গে নিয়ে তিনি শনিবার সকালেই সিউড়িতে এসে পৌঁছান। প্রথমে ওই শিশুর বাড়ি এবং পরে থানায় গিয়ে ওই শিশুকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
নিখোঁজ হয়ে যাওয়া শিশুকে এইভাবে ফিরে পেয়ে খুশি ওই শিশুর মা। পাশাপাশি নিখোঁজ ওই শিশুকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দিতে পেরে খুব খুশি হয়েছেন ফাতেমা বিবি। প্রসঙ্গত, ওই শিশুটি তার বাড়ি থেকে খেলতে যাওয়ার নাম করে বেরোনোর নিখোঁজ হয়। এরপর কীভাবে পাথরচাপুরি পৌঁছাল তা অবশ্য জানাতে পারেননি ফতেমা বিবি।
Madhab Das