বৃষ্টি জন্য ব্যাঙের বিয়ের প্রথা বাস্তবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। অনেক গ্রাম অঞ্চলের মধ্যে অনা বৃষ্টি হলে ব্যাঙের বিয়ে দেওয়া হয়, এমনই প্রথা আছে বলে জানা গেছে। তবে যারা বিজ্ঞানমনস্ক মানুষ, তাদের কাছে এই ব্যাঙের বিয়ে কুসংস্কার ছাড়া আর কিছু নয়।
বিয়ের উদ্যোক্তারা জানান বৃষ্টি হচ্ছে না তাই তারা তাঁদের পাড়ার ১০০ টি পরিবার মিলে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে। ঠিক যেমন মানুষের বিয়ে হয় সমস্ত রীতিনীতি মেনে ওই ব্যাঙ দুটির বিয়ের আয়োজন করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: বীরভূমে নয়া উদ্যোগ! কীভাবে সংরক্ষণ হয় মিড ডে মিলের চাল? খতিয়ে দেখল পড়ুয়ারা
এই বিয়েতে খরচ হয়েছে আনুমানিক ১২০০০ টাকা যেটা সকল পরিবার মিলে চাঁদা তুলেছেন তারা। নাচ গান-সহ ভোজ কোনও কিছুই খামতি নেই এই বিয়েতে। মেনুতে আছে মাংস, ডাল, তরকারি, চাটনি-সহ মিষ্টি ও দই।এলাকাবাসীরা এই বিয়েতে মেতে উঠেছে। উদ্যোক্তারা আরও জানান বিয়ের পর যদি বৃষ্টি হয় তাহলে আরো বেশি আনন্দিত হবে।
Subhadip Pal