আরও পড়ুন: পূর্ণিমার রাতে ধামসা-মাদলের তলে চলল চা পাতা তোলা, তৈরি হবে সুগন্ধি ‘মুনলাইট টি’
বীরভূমের এই পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকেই তাঁরা এই অনুপ্রেরণা পেয়েছে। উদ্যোক্তাদের দাবি, এই প্রকল্প চালু হওয়ার আগে তাঁদের বাড়ির মহিলারা কোনও টাকা পেতেন না। কিন্তু এখন তাঁরা ৫০০ টাকা বা ১০০০ টাকা করে পান। এই জন্যই তাঁরা এই নতুন ধরনের থিম তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন।
advertisement
জানা যাচ্ছে আদিরে পাড়ায় ৩৬ বছর ধরে লক্ষ্মী পুজোর আয়োজন হয়ে আসছে। প্রতিবছর মহা ধুমধামের সঙ্গে এখানে পুজোর আয়োজন করা হয়। গত বছর থেকেই বড় মূর্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সাত দিন ধরে পুজো করা হয়ে আসছে। যদিও পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এই বছর তাঁরা সাত দিনের পরিবর্তে পাঁচ দিন প্রতিমা রাখবেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের দেখার জন্য। প্রতিমা তৈরি করাতে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। প্রতিমা তৈরি করছেন পারুইয়ের প্রতিমা শিল্পী অনিল বাগদী।
সৌভিক রায়