গ্রামবাসীদের অভিযোগ, কুয়ো থেকে ঘোলাটে জল উঠছে। জলস্বপ্ন প্রকল্পের জন্য এলাকায় পাইপ লাইন বসানো হয়েছে। কিন্তু জল আসে না। এলাকার টিউব ওয়েলগুলি থেকে জল পড়ে না। ফলে গত কয়েকদিন ধরে চরম জল সঙ্কট ভোগ করতে হচ্ছে।
আরও পড়ুন: চড়চড়ে রোদ মাথায় তুমুল গরমে ট্রাফিক সামলাতে গিয়ে অসুস্থ সিভিক ভলেন্টিয়ার!
advertisement
আরও পড়ুন: হলদিয়ায় ‘টর্নেডো’? রাস্তায় কুণ্ডলী পাকানো ধুলোর ঝড়ে আতঙ্ক শিল্প শহরে!
এলাকাবাসীর দাবি, এই সমস্যা দীর্ঘদিনের। সারা বছরই জল সঙ্কট থাকে এলাকায়। কেবল কুয়োর জল থাকে তাই এলাকাবাসী কোনও মতে রেহাই পেয়ে যান। কিন্তু গরমের মরশুমে কুয়োর জলের স্তরও নীচে নেমে যায়। তখন সমস্যা চরম আকার নেয়৷
গৃহবধূ আশা মাহারা বলেন, "পুকুরে জল নেই, কুয়োতে জল নেই। মাটির ঘরে বাস করি। আগুন লেগে গেলে নেভানোর জল পর্যন্ত নেই। রাস্তা খুঁড়ে পাইপ বসিয়েছে। তাতেও জল নেই। কুতুরা গ্রাম থেকে জল আনতে হচ্ছে। পঞ্চায়েত সদস্য বলাই ঘোষের মৃত্যু পর থেকে আর কোনও সদস্য নেই। ফলে অভিযোগ জানানোর উপায়ও নেই।" আরেক বাসিন্দা শিখা মাহারা বলেন, "জল নেই বলে খাওয়াদাওয়ায় সমস্যা হচ্ছে। কুতুরা গ্রাম থেকে জল আনছি। পঞ্চায়েত জল দেবে বলেছে। প্রতিবছর গরমে এরকম হয়।"
Subhadip Pal