আরও পড়ুন Birbhum News : ত্রয়োদশিতে লাল বাবার ৫১ কুমারী পুজো, জমজমাট কঙ্কালীতলা
বীরভূম জেলা প্রশাসনের আয়োজিত এই কার্নিভালে মোট ১২টি পুজো কমিটি অংশগ্রহণ করে। এই ১২টি পুজো কমিটির প্রতিমা প্রথমে এনে রাখা হয় সিউড়ি বেনীমাধব স্কুল মাঠে। তারপর সেখান থেকে ধীরে ধীরে সেগুলি যায় সার্কিট হাউস মোড়ের দিকে। সার্কিট হাউজ মোড়ে প্রতিমা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদর্শনের পর তা চলে যায় এসপি মোড়। সিউড়ির সার্কিট হাউস মোড়েই করা হয়েছিল মূল মঞ্চ। যেখানে দর্শকদের উপচে পড়া ভিড়ের পাশাপাশি ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়, বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা ও আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন Hooghly News: অতিরিক্ত কাজের চাপ দিচ্ছে বস, সোজা কাটারির কোপ ব্যাঙ্ক কর্মীর!
সিউড়ির এই সার্কিট হাউস মোড়ে এদিন বিভিন্ন জায়গা থেকে দর্শকদের আসতে দেখা যায়। তাদের চোখে মুখে ছিল দুর্গা পুজো শেষ হওয়ার পরেও না শেষ হওয়ার স্বাদ। তারা জানিয়েছেন, এর আগে কখনও এইভাবে এমন কার্নিভাল তারা দেখেননি এই প্রথম এমন বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছেন তারা। অন্যদিকে কার্নিভালে অংশগ্রহণ করা পুজোউ উদ্যোক্তাদের সদস্যরাও জানিয়েছেন এই মুহূর্ত চোখে জল আসার মতই।
Madhab Das