আরও পড়ুন: বিনামূল্যের শপিং মল চালু হচ্ছে! কীভাবে বাজিমাত করবেন জানুন
বীরভূমের রামপুরহাট থানারহাটতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো জেলায় বিখ্যাত থিম পুজোর জন্য। তাদের এবছরের পুজো ৭০ তম বর্ষে পদার্পণ করল। এই বছরের পুজোর থিম ‘বাংলার চালচিত্র’। হোগলা পাতার মাধ্যমে বাংলার কুটির শিল্পকে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে।
advertisement
মা দুর্গার প্রতিমা তৈরি করা হচ্ছে বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটা শিল্পের আদলে। বর্তমানে আধুনিকতার বেড়াজালে হারিয়ে যাচ্ছে বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস। সেই সমস্ত হারিয়ে যাওয়া কুটির শিল্পকে এবার ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে। পুজো কমিটির সদস্য প্রশান্ত রায় জানান, প্রত্যেক বছর রামপুরহাট এলাকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন হাটতলার সর্বজনীন দুর্গোৎসব কমিটি কী নতুনত্ব ভাবনা নিয়ে এগিয়ে আসছে তার জন্য। হাজার হাজার মানুষের ভিড় জমে পুজোর চার দিন।
সপ্তমী, অষ্টমী মা দুর্গাকে লুচি, সুজি, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়। নবমীর দিন খিচুড়ি, পায়েস, পরমান্ন দিয়ে ভোগ নিবেদন করা হয়ে থাকে এখানে।
সৌভিক রায়