Bankura News: বিনামূল্যের শপিং মল চালু হচ্ছে! কীভাবে বাজিমাত করবেন জানুন

Last Updated:

বিনামূল্যের শপিং মল! দুর্গাপুজোর মুখে বাঁকুড়ার ওন্দায় বিরাট চমক

বাঁকুড়া: জেলায় শুরু হতে চলেছে বিনামূল্যের শপিং মল! হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। নিজের পছন্দের পোশাক একদম বিনামুল্যে পছন্দ করে নিয়ে যেতে পারবেন ক্রেতারা। পুজো উপলক্ষে ইতিমধ্যেই শপিংমলগুলিতে ভিড় জমতে শুরু করেছে ক্রেতাদের। বড় বড় শহর ছাড়াও ছোট শহরগুলিতেও তিল ধারনের জায়গা নেই এই মুহুর্তে। সকলেই বেছে নিচ্ছেন পছন্দের পোশাক এবং বাড়ি নিয়ে যাচ্ছেন পুজোতে পরবেন বলে। তবে পোশাক বাড়ি নিয়ে যাওয়ার আগে ক্যাশ কাউন্টারে মূল্য দিয়ে নিয়ে যেতে হচ্ছে জামা কাপড়ের। কিন্তু বাঁকুড়ার ওন্দায় আসন্ন দুর্গাপুজোর ষষ্ঠীর দিন বিনামূল্যে শপিং মল থেকে জিনিস নিয়ে আসতে পারবেন!
শপিং মলে টাকা দিয়ে জামা কাপড় কিনতে সকলে পারেন না। অর্থাভাবে বাংলার বহু মানুষ পুজোর বাজার করছেন না। সেই সব বঞ্চিত ও দরিদ্র মানুষের জন্যই বিনামুল্যের শপিং মল খোলার সিধান্ত নিয়েছে ওন্দা যুব সমাজ নামে একটি সমাজসেবী সংগঠন। ওই সংগঠনের সম্পাদক সুদিপন পাল জানান, বাঁকুড়া জেলার ওন্দার ওন্দা বাজার সংলগ্ন এলাকায় ওন্দা যুব সমাজের নতুন অফিসে মহা ষষ্ঠীর দিন খোলা হবে এই বিশেষ শপিং মল।
advertisement
advertisement
তিনি আরও জানান, মোট ৫০০ এর কাছাকাছি জামা, শাড়ি এবং প্যান্ট রাখা হবে এদিন। শপিং মলে যে কেউ প্রবেশ করতে পারবেন এবং নিজের পছন্দের পোশাক বেছে নিতে পারবেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যেই এই উদ্যোগ। বহু সহৃদয় ব্যাক্তির অনুদান এবং ওন্দা যুব সমাজের প্রচেষ্টায় রূপায়িত হতে চলেছে এই ফ্রির শপিং মল। এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকার মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বিনামূল্যের শপিং মল চালু হচ্ছে! কীভাবে বাজিমাত করবেন জানুন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement