সোমবার সকালে সিউড়িতে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটে। ওইদিন সাড়ে দশটা নাগাদ সিউড়ির রবীন্দ্রপল্লী এলাকায় ভারতীয় স্টেস্ট ব্যাঙ্ক খুলতেই আগ্নেয়াস্ত্র নিয়ে ৬ জন ঢুকে পরে৷ আগ্নেয়াস্ত্র হাতে কিভাবে ডাকাত দল ব্যাঙ্ক দাপিয়ে বেরাচ্ছে সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে৷
আরও দেখুন
যদিও ভিডিও এর সত্যতা যাচাই করেনি লোকাল ১৮। মাত্র ১৮ সেকেন্ডের ফুটেজে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র হাতে পাঁচজন ডাকাত ব্যাঙ্কের ভিতরে কিভাবে অপারেশন চালাচ্ছে।
advertisement
আরও পড়ুন – IMD Heat Wave Alert|| জ্বলছে কলকাতা, আজ দুপুরে বাইরে বেরোলেই কি ফোস্কা, চরম সতর্কতা
প্রসঙ্গত, ওইদিন সকালে ব্যাঙ্ক ডাকাতির খবর জানতেই পুলিশ তৎপরতা শুরু করে। জেলা পুলিশ সুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার পরাগ ঘোষ সহ একাধিক আধিকারিক এলাকায় গিয়ে তদন্ত করে আসেন। এই নিয়ে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার চঞ্চল ভট্টাচার্য বলেন,” আমি ছিলাম না। খবর পাওয়া মাত্র এসেছি। পুরো বিষয়টি দেখা হচ্ছে।”
Subhadip Pal