আরও পড়ুন কনে ব্রাজিল, বর আর্জেন্টিনা! বিয়ের তত্ত্বে একেবারে জম্পেশ লড়াই
এদিন যে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে তার নাম হল গণেশ চৌধুরী। গতকাল রাতে তিনি বাড়ি থেকে ৫০ টাকা নিয়ে বেরিয়েছিলেন বলে জানিয়েছেন তার মা। তার মায়ের অনুমান রাতে তিনি মদ পান করেছিলেন। মৃত ওই যুবকের বিয়ে হলেও তার ডিভোর্স হয়ে গিয়েছিল এবং তিনি বাবা মায়ের সঙ্গেই থাকতেন। এর পাশাপাশি তিনি সিউড়ি বাস স্ট্যান্ড এলাকায় একটি লটারির দোকানে কর্মরত ছিলেন। রবিবার দুপুরবেলায় লটারির দোকান থেকে আসার পর এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে বাড়িতে এলাকার এক বন্ধুর সঙ্গে গল্প করছিলেন। তারপর রাত্রি আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপর আর ফেরেননি। বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। এরপর সকাল বেলায় তার মৃতদেহ উদ্ধার হয় এলাকার একটি পুকুর থেকে।
advertisement
আরও পড়ুন East Medinipur News: বড়দিনের বড় ছুটির আগেই দিঘায় জনপ্লাবন
ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত যুবকের দাদা কার্তিক চৌধুরী জানিয়েছেন, এইভাবে ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। তবে এই ঘটনার পিছনে কী রয়েছে তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। সুতরাং ঘটনাকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্যদিকে এলাকার পঞ্চায়েত প্রধান নারায়ণ বাগদি জানিয়েছেন, 'গণেশের মারা যাওয়ার ঘটনা সকালবেলায় শুনলাম। ও বেশ ভাল ছেলেই ছিল। তবে মদ পান করত কিনা তা জানা নেই'।
Madhab Das






