East Medinipur News: বড়দিনের বড় ছুটির আগেই দিঘায় জনপ্লাবন
Last Updated:
সমুদ্র উত্তল থাকায় বড় বড় ঢেউ এসে ভাঙ্গে কংক্রিট বাঁধানো বসার জায়গায়। আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পর্যটকেরা।
#দিঘা: ক্যালেন্ডারে শীত মরশুম হলেও শীত এখনও ধরা দেয়নি সেভাবে। হালকা শীতের আমেজে দিঘার সমুদ্র সৈকত মুখরিত হল পর্যটকের কলরবে। রবিবার রাতে দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। প্রতিবছর মরশুমে সৈকত নগরী দিঘায় বহু সংখ্যক পর্যটক আসেন। বিভিন্ন ছুটির দিন বা শনি-রবিবারে দিঘামুখী হয় পর্যটকদের গাড়ি। পর্যটকদের ভিড়ে দিঘার প্রতিটি হোটেলে কার্যত রুম ফাঁকা থাকে না। করোনা মহামারীর কারণে গত বছরও দিঘায় শীত মরশুমে পর্যটন ব্যবসা মার খেয়েছে। এবছরও শীত মরশুমের প্রথম দিকে পর্যটকের দেখা নেই।
আরও পড়ুন কনে ব্রাজিল, বর আর্জেন্টিনা! বিয়ের তত্ত্বে একেবারে জম্পেশ লড়াই
ডিসেম্বর মাস হলেও প্রথম শনি-রবিবারে দিঘায় পর্যটকের ভিড় দেখা যায়নি। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় রবিবারের রাতের চিত্রটা সম্পূর্ণ আলাদা। দিঘায় প্রচুর পরিমাণে পর্যটকের আনাগোনা। উত্তাল সমুদ্র দেখতে রাতের দিঘার সমুদ্র সৈকত ভরে ওঠে পর্যটকে। এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ ছাড়া শীতের সময় দীঘার সমুদ্র শান্তই থাকে। কিন্তু এবার মান্দাসের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর তার প্রভাব দিঘাতেও। আর এই উত্তাল সমুদ্র দেখতে রাতে পর্যটকেরা ভিড় জমায় সৈকতে।
advertisement
আরও পড়ুন একটা পাতাও ঝরবে না, পচবেও না! ধনেপাতা থাকবে এভারগ্রিন! জেনে নিন ঘরোয়া 'ম্যাজিক'
সমুদ্র উত্তল থাকায় বড় বড় ঢেউ এসে ভাঙ্গে কংক্রিট বাঁধানো বসার জায়গায়। আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পর্যটকেরা। এছাড়াও হালকা শীতের আমেজ নিতে দিঘায় প্রচুর পরিমাণে পর্যটক এসেছে। আর তাই ডিসেম্বরের দ্বিতীয় রবিবার দিঘায় উপচে পড়া পর্যটকদের ভিড়। তাতে খুশি দিঘার হোটেল ব্যবসায়ী থেকে অন্যান্য দোকানদার সহ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন।
advertisement
advertisement
Saikat Shee
view commentsLocation :
First Published :
December 12, 2022 11:49 AM IST