West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Updates
West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
আরও পড়ুন: পুনর্নির্বাচনের গ্রাম শাসকের গোষ্ঠীদ্বন্দে রাতভর বোমার আওয়াজ শুনল, হাসপাতালে চারজন
advertisement
বীরভূমে এবার অনুব্রত মণ্ডল নেই। জেলা তৃণমূল সভাপতি তিহার জেলে বন্দি থাকলেও লালমাটির জেলায় ভোট ‘পুরনো’ সন্ত্রাসের আবহেই হয়েছে বলে বিজেপি, বামের অভিযোগ। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জেলার বহু বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়। কিন্তু নির্বাচন কমিশন বীরভূমের মাত্র ১৪ টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী সোমবার সকাল সাতটা থেকে ওই বুথগুলিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। তারই প্রতিবাদে এবং নতুন করে নির্বাচন করার দাবিতে এদিন বেলা গড়াতেই জেলাশাসকের কার্যালয়ের সামনের রাস্তার কার্যত দখল নেয় বিজেপি।
জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের পথ অবরোধে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ। যদিও এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
শুভদীপ পাল