TRENDING:

Birbhum News: ৬০০০ ভুয়ো সিম কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমে

Last Updated:

বীরভূম জেলা পুলিশের তরফ থেকে রবিবার ৬০০০ বেনামে সিম কার্ড, ৭৩৯ টি ভুয়ো আধার কার্ড, ৩৫ টি ফোন, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার, এবং একটি ওয়াইফাই রাউটার উদ্ধার করা হয়। এই সকল জিনিসপত্র উদ্ধার করার পাশাপাশি বীরভূম জেলা পুলিশের তরফ থেকে মোট চারজনকে গ্রেফতার করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : বীরভূম জেলা পুলিশের তরফ থেকে রবিবার ৬০০০ বেনামে সিম কার্ড, ৭৩৯ টি ভুয়ো আধার কার্ড, ৩৫ টি ফোন, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার, এবং একটি ওয়াইফাই রাউটার উদ্ধার করা হয়। এই সকল জিনিসপত্র উদ্ধার করার পাশাপাশি বীরভূম জেলা পুলিশের তরফ থেকে মোট চারজনকে গ্রেফতার করা হয়। ধৃত চারজন হলেন প্রণব মন্ডল, মানব মন্ডল, কার্তিক চন্দ্র মন্ডল এবং অমিত মন্ডল। প্রত্যেকের বাড়ি সাঁইথিয়া থানা এলাকায়। ধৃতদের সোমবার আদালতে তোলা হবে। এখন প্রশ্ন হল এই বিপুল সংখ্যক ভুয়ো আধার কার্ড, সিম কার্ড পুলিশের হাতে এলো কীভাবে?
advertisement

বীরভূম জেলা পুলিশের তরফ থেকে নকল সোনার কয়েন বিক্রি করার নামে যে প্রতারণা চক্র চলে সেই প্রতারণা চক্রের তদন্তে নেমে প্রথমে দুজনের হদিশ পায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথাবার্তায় অসঙ্গতি মেলে এবং তারপরেই তাদের গ্রেফতার করা হয় ও এই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ হাতের মুঠোয় ডেউচা পাঁচামি কয়লা শিল্প! প্রায় ৩০০ জমিদাতা পেলেন চাকরি

advertisement

পুলিশের তরফ থেকে অভিযুক্তদের গ্রেফতার করার পাশাপাশি হানা দিয়ে এই বিপুলসংখ্যক জিনিসপত্র উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করে দেখছে এই সকল ভুয়ো আধার কার্ড এবং সিম কার্ড নকল সোনা বিক্রির নামে প্রতারণা চক্র চালানোর পাশাপাশি অন্য কোন কাজে লাগানো হতো কিনা। বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি জানিয়েছেন, এই সকল ভুয়ো আধার কার্ড ব্যবহার করে সিম কার্ড তোলা হত এবং সেগুলি বিভিন্ন ব্যবহার করা হতো।

advertisement

View More

আরও পড়ুনঃ স্টেশনে কাজ চলাকালীন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের

পুলিশ তদন্ত করে দেখছে এই সকল সিম কার্ড ঠিক কোন কোন কাজে লাগাতেন অভিযুক্তরা। এছাড়াও পুলিশ তদন্ত করে দেখছে, এই সকল ভুয়ো সিম কার্ড প্রদান করার ক্ষেত্রে কোন সংস্থা অথবা কোন দোকান বা ডিলার জড়িয়ে রয়েছে কিনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: ৬০০০ ভুয়ো সিম কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল